বরাক তরঙ্গ, ২০ ডিসেম্বর : আগামী বছরের শুরুতে অনুষ্ঠিত হতে চলা অসম বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যজুড়ে ব্যাপক জনসংযোগ কর্মসূচি শুরু করল কংগ্রেস। শনিবার থেকে এই কর্মসূচির সূচনা হয়েছে। সাধারণ মানুষ, বিভিন্ন সংগঠন, ও দলীয় কর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। ‘রাইজর পদূলিত, রাইজর কংগ্ৰেস’ (মানুষের দোরগোড়ায় মানুষের কংগ্রেস) শীর্ষক প্রচারাভিযানের অংশ হিসেবে এই কর্মসূচি নেওয়া হয়েছে। এর মাধ্যমে একটি ‘জনচালিত ইস্তাহার’ তৈরির লক্ষ্যে রাজ্যজুড়ে কাঠামোবদ্ধ ও পরামর্শভিত্তিক আলোচনা প্রক্রিয়া চালানো হবে।
সারা রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে শনিবার থেকে শিলচরেও এই কর্মসূচি শুরু করেছে কংগ্রেস। শিলচর সহ বরাক উপত্যকার এই কর্মসূচির দায়িত্বে রয়েছেন সাংসদ প্রদ্যুৎ বরদলৈ। এদিন শিলচর পৌঁছে প্রদ্যুৎ সহ দলীয় ইস্তাহার কমিটির সদস্যরা প্রথমেই শিলচর ফাটকবাজারের নাগা কলোনীতে গিয়ে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। তাঁরা নাগা সংগঠনের নেতাদের কাছ থেকে তাদের বিভিন্ন সমস্যার কথা শুনেন। সেই সঙ্গে দলের ইস্তাহারে সেসব সমস্যা তুলে ধরতে সংগঠনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়। এদিন মতবিনিময় কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের উপ সভাপতি শরিফুজ্জামান লস্কর, ইস্তাহার কমিটির সদস্য অরুণ দত্ত মজুমদার, জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য প্রমুখ।
দলীয় সূত্রে জানা গেছে, রবিবার সাংসদ প্রদ্যুৎ বরদলৈ স্থানীয় কাছাড় ক্লাবে শহরের বিভিন্ন ক্লাব ও এনজিও-র কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। রয়েছে শহরের বিশিষ্টজনদের সঙ্গেও আলোচনা। সোমবার তিনি হাইলাকান্দি এবং মঙ্গলবার করিমগঞ্জ সফর করবেন। উল্লেখ্য, ‘রাইজর পদূলিত রাইজর কংগ্ৰেস’ প্রচারাভিযানের আনুষ্ঠানিক সূচনা হয়েছিল ৬ ডিসেম্বর, ডিব্রুগড়ে। এর মধ্য দিয়ে কংগ্রেসের ইস্তাহার প্রণয়নের পরামর্শমূলক প্রক্রিয়া শুরু হয়। এখন শুরু হয়েছে মাঠ পর্যায়ের জনসংযোগ কর্মসূচি।


