শিলচরে কাজের উদ্দেশ্যে বেরিয়ে নিখোঁজ ব্যক্তি, উৎকণ্ঠায় পরিবার

বরাক তরঙ্গ, ২০ ডিসেম্বর : শিলচরের মধুরবন্দ চিরোয়া এলাকায় অবস্থিত নিকাহ প্লেস ভবনের কাছে ভাড়াটে ব্যক্তির রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার ঘটনা সামনে এসেছে। নিখোঁজ ব্যক্তির নাম আব্দুল রহিম (৩৫)। নিখোঁজ ব্যক্তির স্ত্রী রঞ্জনা বেগম জানান, শুক্রবার সকালে আনুমানিক সকাল ৯টা নাগাদ তাঁর স্বামী কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। কিন্তু এরপর থেকে আর বাড়ি ফিরে আসেননি। সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও স্বামীর কোনও সন্ধান না পেয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তিনি।

রঞ্জনা বেগম আরও জানান, তাঁদের দু’টি কোলের শিশু রয়েছে। স্বামীর কোনও খোঁজ না পেয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং শুক্রবার থেকে দুশ্চিন্তায় রয়েছেন বলে জানান।

স্বামীর সন্ধান পেতে শনিবার তিনি শিলচর সদর থানায় একটি নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরি দায়ের করেছেন। পাশাপাশি তিনি প্রশাসন ও সাধারণ মানুষের কাছেও তাঁর স্বামীকে খুঁজে পেতে সহযোগিতার আবেদন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *