বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১৬ ডিসেম্বর : শিলচর শহরে দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন ও আধুনিক নগর পরিকাঠামো গড়ে তোলার দাবিতে ফ্লাইওভার নির্মাণের পক্ষে গণস্বাক্ষর অভিযান কর্মসূচি শুরু করল ফ্লাইওভার ডিমান্ড কমিটি, শিলচর। এই গণস্বাক্ষর অভিযানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন বিভিন্ন স্কুল-কলেজের পড়ুয়া থেকে শুরু করে শহরের সচেতন নাগরিকরা। শহরের উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে প্রত্যেকে নিজ নিজ ইচ্ছায় সাক্ষর প্রদান করেন।
মঙ্গলবার ১১টা নাগাদ শহিদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে শিলচর ফ্লাইওভার বাস্তবায়নের দাবিতে প্রথমে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। শেষে ফ্লাইওভার ডিমান্ড কমিটির পক্ষ থেকে জেলা কমিশনারের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরের নিকট একটি স্মারকপত্র জমা দেওয়া হয়। স্মারকপত্র শিলচর শহরে দ্রুত ফ্লাইওভার নির্মাণের দাবি জানানো হয়, যাতে যানজট সমস্যা লাঘবের পাশাপাশি শহরের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হয়।

কমিটির পক্ষ থেকে জানানো হয়, শিলচরের ক্রমবর্ধমান জনসংখ্যা ও যানবাহনের চাপ বিবেচনায় ফ্লাইওভার এখন সময়ের দাবি। মুখমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং প্রশাসনের কাছে দ্রুত ইতিবাচক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।


