বরাক তরঙ্গ, ১৩ নভেম্বর : বড়খলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভূবনেশ্বরনগর গ্রাম পঞ্চায়েতের কার্যালয় ভবনের শিলান্যাস হল। বৃহস্পতিবার জিপি কার্যালয়ের শিলান্যাস করেন গ্রাম পঞ্চায়েতের সভানেত্রী শিবারানি সিনহা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড় জেলার জেলা পরিষদেট সভাপতি কঙ্কননারায়ণ সিকিদার। পাশাপাশি বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূবনেশ্বরনগর জেলা পরিষদ সদস্যা ফরিদা পারভিন লস্কর, স্টার সিমেন্ট প্রজেক্ট ম্যানেজার বিরজু পাণ্ডে, বড়খলা বিডিও আইনুল হক মুল্লা, বড়খলা আঞ্চলিক সভানেত্রী মিতারানি নাথ, এবং শ্রীকোণা মণ্ডলের বিজেপি সভাপতি জয়প্রকাশ সিনহা। এছাড়াও এলাকার বিশিষ্ট সমাজসেবী ও পঞ্চায়েতের সদস্য-সদস্যারা অনুষ্ঠানে যোগ দেন।
অফিস ভবনের শিলান্যাস সম্পন্ন হওয়ার পর একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সভার শুরুতেই জুনিয়র ইঞ্জিনিয়ার নজরুল হক জানান, ভবন নির্মাণে আনুমানিক ২০ লক্ষ টাকার প্রকল্প ব্যয় ধার্য করা হয়েছে। পরবর্তীতে উপস্থিত অতিথিরা এলাকায় উন্নয়ন, প্রশাসনিক সুবিধা বৃদ্ধি এবং গ্রামীণ সংযোগ বৃদ্ধির বিষয়ে তাঁদের মতামত ব্যক্ত করেন। অনুষ্ঠানের জেলাপরিষদ সভাপতি কঙ্কন লনারায়ণ সিকিদার তাঁর বক্তব্যে ভূবনেশ্বর নগরের সার্বিক উন্নয়নে জেলা প্রশাসনের অঙ্গীকারের কথা উল্লেখ করেন। তিনি জানান, নতুন এই অফিস ভবনটি এলাকার জনসেবার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ভূমিকা রাখবে।অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই পরস্পরকে শুভেচ্ছা জানিয়ে নতুন সূচনার জন্য আশাবাদ ব্যক্ত করেন।



