শিলচর ডিএসএ-র জট খুলতে সভা, সবাইকে মিলেমিশে কাজের শলা বিধায়ক দীপায়নের

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ১০ ডিসেম্বর : শিলচর জেলা ক্রীড়া সংস্থার চলতি জট খুলতে মঙ্গলবার সন্ধ্যায় এক বৈঠকে বসেছিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। সতীন্দ্রমোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামের তুলসীদাস বণিক কনফারেন্স হলে অনুষ্ঠিত সেই বৈঠকে সংস্থার গভর্নিং বডির সদস্যরা আলোচনায় অংশ নেন। আট নয়জন বক্তা চলতি সঙ্কট নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন। শেষ পর্যন্ত বিধায়ক বলেন, জেলা ক্রীড়া সংস্থা মসৃণভাবে চলুক এমনটা সবাই চান। সেজন্য সবাইকে মিলেমিশে কাজ করার শলা দিলেন দীপায়ন। আসাম অলিম্পিক সংস্থা (এওএ) আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ডিএসএর বিজিএম করানোর নির্দেশ দিয়েছে। সেই বিষয় নিয়েও আলোচনা হয়েছে। এমনকি সংস্থা সচিবের দায়ের করা মামলার কথাও আলোচনায় উঠে এসেছে। উল্লেখ করা প্রয়োজন যে সচিব অতনু ভট্টাচার্যকে সাসপেড করার পর তিনি আদালতে মামলার মাধ্যমে নিজের দায়িত্ব ফিরে পেয়েছেন। তবে সেই মামলা এখনও বিচারাধীন। আজকের বৈঠকে সেই মামলা তুলে নিয়ে সবকিছু ঠিকঠাক করার দাবিও ওঠে।

এ নিয়ে সভাপতি, সচিব এবং বিধায়ক আলোচনায় বসবেন বলেও কথা হয়েছে। যদিও সংস্থায় হাজির থাকলেও আজকের বৈঠকে অংশ নেননি সচিব অতনু ভট্টাচার্য। বিধায়ক জানান, তিনি আগামী সপ্তাহে গুয়াহাটি গিয়ে আসাম অলিম্পিক সংস্থার সঙ্গে শিলচর ডিএসএ ইস্যুতে আলোচনা করবেন। এরপরই সিদ্ধান্ত নেওয়া হবে বিজিএম কবে করা সম্ভব এবং কীভাবে হবে। সবকিছু মিলিয়ে বর্তমান অচলাবস্থার একটি সমাধান সূত্র মেলার আভাস পাওয়া যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *