১৩ নভেম্বর : ফের বিকট শব্দে কেঁপে উঠল দিল্লি! বৃহস্পতিবার সকালে মহিপালপুরে র্যাডিসন হোটেলের কাছে বিস্ফোরণের শব্দ শোনা যায় (Delhi Blast)। এরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও দমকলের একাধিক ইঞ্জিন। যদিও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলেই খবর।
জানা গিয়েছে, এদিন সকাল ৯টা ১৮ মিনিট নাগাদ বিস্ফোরণের শব্দ শুনতে পান এক মহিলা। এরপরই তিনি পুলিশ ও দমকলে খবর দেন। আর খবর পেয়েই পুলিশের উচ্চপদস্থ কর্তারা এবং দমকলের ৩টে ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। এরপরই এলাকাটি ঘিরে ফেলে দীর্ঘক্ষণ ধরে চলে তল্লাশি। কিন্তু তল্লাশির পর হোটেল প্রাঙ্গণে বা আশেপাশে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। এলাকায় বিস্ফোরণের কোনও চিহ্ন নেই বলেই জানিয়েছে পুলিশ।


