বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৮ ডিসেম্বর : শিলচর শহরের প্রাণকেন্দ্র থেকে পিস্তল সহ এক যুবককে গ্রেফতার করল টাউন পুলিশ। সোমবার সন্ধ্যায় গোলদিঘি মলের পার্কিং থেকে বড়খলার বিজয়পুরের যুবককে পিস্তল সহ গ্রেফতার করা হয়। গোপন সূত্রের ভিত্তিতে শিলচর টাউন পুলিশের এক অভিযানে এই সাফল্য আসে। বছর ত্রিশের জমির আহমদ বড়ভূইয়ার কাছ থেকে কারখানায় তৈরি ৭.৬২ এমএম পিস্তল, একটি সন্দেহ ম্যাগাজিন ও ৭.৬২ এমএম চার রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
উদ্ধার করা সব সামগ্রী যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় বাজেয়াপ্ত করা হয়েছে। আটক যুবককে বর্তমানে হেফাজতে রেখে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


