বরাক তরঙ্গ, ৪ ডিসেম্বর : এক্সাইজ ও নারকোটিক্স বিভাগ এবং ১৪ নম্বর ব্যাটালিয়ন আসাম রাইফেলসের যৌথ অভিযানে বিপুল পরিমাণ মেথামফেটামিন (ইয়াবা ট্যাবলেট) উদ্ধার করা হয়েছে। সোমবার রাত প্রায় ৮টা নাগাদ চামফাই জেলার লালেন ভেঙ এলাকায় অভিযান চালিয়ে মেথামফেটামিন ৫ কেজি ৫৫৫ গ্রাম (প্রায় ৫৫,০০০টি ট্যাবলেট) উদ্ধার করা হয়। এই ঘটনায় মাদক মালিক হিসেবে অভিযুক্ত করা হয়েছে চামফাই ভেঙলাই, লালেন ভেঙ এলাকার বাসিন্দা, ৪৭ বছর বয়সী জোলিয়ানথাঙ্গিকে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধার হওয়া মেথামফেটামিনগুলো অসমের করিমগঞ্জে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
অভিযুক্ত জোলিয়ানথাঙ্গির বিরুদ্ধে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস অ্যাক্ট, ১৯৮৫ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। ৩ ডিসেম্বর তাকে চামফাই জেলা ও দায়রা আদালতে পেশ করা হয়।


