এম নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ৩ ডিসেম্বর : জাটিঙ্গা ভ্যালি চা-বাগানের জমি দখল করে নির্মাণ হচ্ছে খাসি জয়ন্তিয়া ডেভেলপমেন্ট কাউন্সিল অফিস এমন অভিযোগে সরব জাটিঙ্গা কাতলাছড়ার চা শ্রমিকরা। জানা গেছে, জাটিঙ্গা ভ্যালি চা-বাগানের অধিন নিউ টিবং এবং দুর্গাছড়ার জমি,কিন্তু আচমকা নিউ টিবং এলাকায় নির্মাণের জন্য শিলান্যাস হয়েছে খাসি ডেভলপমেন্ট কাউন্সিল অফিস। এর বিরুদ্ধে বুধবার জাটিঙ্গা ভ্যালি চা- বাগানের কাতলাছড়ার চা শ্রমিকরা প্রতিবাদে সরব হয়ে ভোট বয়কটের হুমকি দেন।
এদিন সংবাদ মাধ্যমে বাগান পঞ্চায়েত সুশমা সিং ছেত্রী ও শ্যামলাল কালিন্দিরা বলেন, আমরা ছোট থেকে দেখে আসছি ওই জায়গা চা শ্রমিকদের, কিন্তু আচমকা কোন মন্ত্রীরা এসে চা-বাগানের জায়গায় খাসি অফিস নির্মাণের শিলান্যাস করে গেলেন, তারা এব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা এবং কাছাড়ের জেলা আয়ুক্ত, কাছাড়ের ভূবাসন আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করেন।
এদিকে, বাগান ম্যানেজার সুমন্ত সিকদার বলেন, আমি বেশ কয়েকবার সেটেলমেন্ট অফিস,কাছাড়ের জেলা আয়ুক্ত, এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিটি দিয়েছি,কিন্তু কোনও তদন্ত হয়নি,তাই শীঘ্রই এব্যাপারে তদন্ত করে যদি বাগানের জায়গা হয় তাহলে ছেড়ে দেওয়া হয় সেই দাবি জানান, তিনিও এব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা এবং কাছাড়ের জেলা আয়ুক্তের দৃষ্টি আকর্ষণ করেন।


