আন্তর্জাতিক বিকলাঙ্গ দিবস পালন করল উজ্জীবন স্পস্টিক সোসাইটি

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ৩ ডিসেম্বর : নাচ-গান-আলোচনায় আন্তর্জাতিক বিকলাঙ্গ দিবস পালন করল উজ্জীবন স্পস্টিক সোসাইটি। বুধবার এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি-সাংবাদিক অতীন দাশ, ডাঃ সুজিত নন্দী পুরকায়স্থ, অধ্যাপিকা  বন্দনা আচার্য, কবি কস্তুরী হোম চৌধুরী রোটারি ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ফখরুল আলম মজুমদার রণধীর বোস, দেবশ্রী পাল চৌধুরী ও অন্যান্য বিশিষ্টজনেরা।

অনুষ্ঠানে সোসাইটির কর্মকর্তারা রাজ্য ও কেন্দ্র সরকারের উদাসীনতার জন্য সরকারি সাহায্য থেকে বঞ্চিত রয়েছেন বিভিন্ন স্তরের সক্ষম ছাত্রছাত্রীরা। তাদের সব ধরনের সরকারি সুবিধা দেওয়ার দাবি তুলেন সংগঠন কর্মকর্তারা। উজ্জীবন প্লাস্টিক সোসাইটি বিগত ৩০ বছর ধরে বিভিন্ন উন্নয়নমূলক কাজ সক্ষম ছাত্রছাত্রীদের জন্য করে আসছে যদিও তেমনভাবে কোন সরকারি সাহায্য তাদের প্রদান করা হয়নি বলে আক্ষেপ করেন।

এদিন বিশেষ ভাবে সক্ষম ছাত্রছাত্রীরা সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *