দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২ ডিসেম্বর : অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সাংবাদিকদের নিরবচ্ছিন্ন সংগ্রাম চালিয়ে যেতে হবে এমন মন্তব্য করলেন প্রখ্যাত সাংবাদিক ও বিশ্বখ্যাত লেখক ড. পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার শিলচর প্রেস ক্লাবে অনুষ্ঠিত ‘আজকের অতিথি’ অনুষ্ঠানে মূল অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, অদম্য ইচ্ছাশক্তি, সুদৃঢ় মনোবল, সততা ও নিষ্ঠাকে অবলম্বন করে এগিয়ে গেলে জীবনের সব বাধা অতিক্রম করা সম্ভব। সাংবাদিকতা, সমাজ ও রাষ্ট্রচর্চার নানা গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনায় তিনি উল্লেখ করেন অন্যায়, অসত্য ও অবিচারের বিরুদ্ধে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা সর্বদা বজায় রাখতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি-সাংবাদিক অতীন দাশ, কলকাতার কবি-লেখক সমরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শংকর দে, কবি শতদল আচার্য, কবি-লেখক মিতা পুরকায়স্থ, শিক্ষক সুদীপ দাস, কবি-লেখক কস্তুরী হোমচৌধুরী, কবি স্মৃতি পাল নাথ, কবি দেবলীনা রায়, শিল্পী শ্রাবণী সরকার এবং প্রকাশনা প্রতিষ্ঠানের বিশ্বজিৎ ধরসহ আরও অনেকে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সহ-সভাপতি রিতেন ভট্টাচার্য। উদ্বোধনী পর্বে ‘প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে’ রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন শিল্পী শান্তিকুমার ভট্টাচার্য। এদিন ড. পার্থ চট্টোপাধ্যায়কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।


