গুয়াহাটিতে ১০ লক্ষ টাকার জালনোট উদ্ধার, আটক এক

বরাক তরঙ্গ, ২ ডিসেম্বর : গুয়াহাটিতে জালনোট চক্রের বিরুদ্ধে কঠোর অভিযান চালালো পশ্চিম গুয়াহাটি পুলিশ। সোমবার সন্ধ্যায় গড়চুক থানার অন্তর্গত বরাগাঁও এলাকায় পরিচালিত অভিযানে ১০ লক্ষ টাকার জাল ভারতীয় মুদ্রা উদ্ধার করা হয়।

বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শহরে জাল নোট প্রবেশের আশঙ্কায় পুলিশ বরাগাঁও এলাকায় একটি চেকিং পয়েন্ট স্থাপন করে। অভিযানের সময় পুলিশ AS-01Y-7837 নম্বরযুক্ত একটি বাইক আটক করে। চালকের ব্যাগ তল্লাশি চালাতেই উদ্ধার হয় মোট ১০ লক্ষ টাকার সন্দেহজনক জাল নোট।

গ্রেফতার ব্যক্তি সনাক্ত হয়েছে শান্তনু তালুকদার (৪৮) হিসেবে। পুলিশ সূত্রে জানা গেছে, তালুকদার প্রতিবেশী এক রাজ্য থেকে জাল নোট নিয়ে এসে অসমের বিভিন্ন স্থানে তা ছড়ানোর পরিকল্পনা করেছিল। তদন্তে আরও উঠে এসেছে, অতীতে তিনি অনুরূপ অপরাধমূলক কর্মকাণ্ডেও জড়িত ছিলেন।

উদ্ধার হওয়া জাল নোট আইনি প্রক্রিয়া অনুসারে বাজেয়াপ্ত করা হয়েছে। পুরো চক্রটি ভাঙতে পুলিশ বিস্তৃত তদন্ত শুরু করেছে—কোথা থেকে এই নোট এসেছে, কারা এর সঙ্গে যুক্ত এবং ঠিক কীভাবে জাল নোট তৈরির নেটওয়ার্কটি পরিচালিত হত, তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *