বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১ ডিসেম্বর : বই পড়লে স্মৃতিশক্তি ও জ্ঞান বৃদ্ধি পায়। পাশাপাশি জানা যায় বহু পৌরাণিক ও মূল্যবান তথ্যও। সোমবার শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে অসম প্রকাশন পরিষদের উদ্যোগে অসম গ্রন্থমেলার উদ্বোধনে এ কথা বলেন শিক্ষামন্ত্রী ডাঃ রণোজ পেগু। এদিন সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন করে মেলার সূচনা করেন শিক্ষামন্ত্রী। সঙ্গে ছিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, কমলাক্ষ দে পুরকায়স্থ, সাংবাদিক পার্থ চট্টোপাধ্যায়, প্রমোদ কলিতা ও গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ নিরঞ্জন রায়সহ বিশিষ্টরা। উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় মন্ত্রী পেগু বলেন, বই পড়লে স্মৃতিশক্তি ও জ্ঞান যেমন বৃদ্ধি পায়, তেমনি পৌরাণিক ও মূল্যবান তথ্যও জানা যায়। তিনি অসম প্রকাশন পরিষদের পক্ষ থেকে বরাক উপত্যকার সকলকে গ্রন্থমেলায় যোগ দেওয়ার আহ্বান জানান। এ ছাড়া বক্তব্য রাখেন অতিথিরা।
এ দিকে, দেশের বিভিন্ন প্রান্তের প্রকাশকদের স্টলে ভরে উঠেছে এই বছরের গ্রন্থমেলা। ১ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত চলা এই মেলায় পাঠকরা নানা ধরনের বই সংগ্রহের সুযোগ পাবেন।


