বরাক তরঙ্গ, ১ ডিসেম্বর : প্রথমবারের মতো গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী ডাঃ রণোজ পেগু। সোমবার মন্ত্রীর আগমন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়, নিবন্ধক ড. বিদ্যুৎ কান্তি পাল, শৈক্ষিক নিবন্ধক ড. অভিজিৎ নাথ সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অধ্যাপক, অধ্যাপিকা, শিক্ষা কর্মচারী ও ছাত্রছাত্রীরা।
অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায় শিক্ষা মন্ত্রী রণোজ পেগুকে পুষ্পস্তবক, উত্তরীয়, চাদর ও একটি স্মারক মোমেন্টো প্রদান করে সংবর্ধনা জানান।
মতবিনিময় সভায় শিক্ষা মন্ত্রী বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক পরিবেশ, অবকাঠামোগত উন্নয়ন এবং চলমান প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। মন্ত্রী রণোজ পেগু জানান, নতুন ক্যাম্পাসের জমি খুব শীঘ্রই বিশ্ববিদ্যালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে, যা ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের প্রসার ও উন্নয়নের পথ সুগম করবে।
তিনি গবেষণামূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন এবং স্নাতকোত্তর শিক্ষা সম্প্রসারণ ও নতুন কোর্স চালুর পরামর্শ দেন। তিনি আরও বলেন, গুরুচরণ মহাবিদ্যালয়ের যে ঐতিহ্য, সেটিকেই গুরুচরণ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে দেশের অন্যতম উল্লেখযোগ্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। তাই বিশ্ববিদ্যালয়ের কতৃপক্ষকে এগিয়ে আসার আহ্বান জানান।
সভায় উপস্থিত শিক্ষার্থী ও শিক্ষাকর্মীরা শিক্ষামন্ত্রীর বক্তব্যে উৎসাহিত হন এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।


