বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৩০ নভেম্বর : অবশেষে শিলচর স্পোর্টিং ক্লাবের মাঠে এক্সপো আয়োজনে অনুমতির জট খুলতে চলছে। সাংসদ পরিমল শুক্লবৈদ্যের মধ্যস্থতায় স্পোর্টিং ক্লাবের মাঠে এক্সপো জটিলতা কিছুটা কেটেছে। রবিবার শিলচর স্পোর্টিং ক্লাবের মাঠে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান শিলচর স্পোর্টিং ক্লাবের সচিব সিদ্ধার্থ খান, মেলা পরিচালনা কমিটির সভাপতি সঞ্জয় পাল, কর্মকর্তা নজরুল ইসলাম।
সিদ্ধার্থ খান জানান, শিলচর স্পোর্টিং ক্লাবের সঙ্গে ফুটবল অ্যাকাডেমির ২৫ বছর আগে একটি চুক্তি হয়েছিল। এই চুক্তি ২০২২-২৩ সালে শেষ হয়েছে। মাঠটি শিলচর স্পোটিং ক্লাবের। এখানে শিলচর ফুটবল অ্যাকাডেমির মেলা আয়োজনে বাধা দেওয়ার মতো এক্তিয়ার নেই। এছাড়া মেলা আয়োজনে শিলচর স্পোটিং ক্লাব থেকে এনওসি দেওয়া হয়। এতে বলা হয় যে, ১৪ নভেম্বর ইউনিভার্সাল অ্যাডভারটাইজমেন্টের আবেদন মর্মে শিলচর স্পোর্টিং ক্লাবের নির্বাহী কমিটি মেলা আয়োজনে অনুমোদন দিয়েছে। শিলচর স্পোর্টিং ক্লাব ইউনিভার্সাল অ্যাডভারটাইজমেন্টের প্রস্তাবিত এক্সপো-মেলা পরিচালনার জন্য কোনও আপত্তি নেই। ২০ নভেম্বর ২০২৫ থেকে ১০ জানুয়ারি ২০২৬ পর্যন্ত মেলা ও প্রদর্শনী আয়োজনের প্রয়োজনীয় অনুমতি প্রদান করেছে। তিনি জানান, শিশুদের খেলাধূলার জন্য মাঠে অনেক স্থান রয়েছে। মেলার পর মাঠের পরিকাঠামো উন্নয়নে মেলা কমিটি সব দায়ভার বহন করবে। এমনকি শনিবার সাংসদ পরিমল শুক্লবৈদ্য বলেছেন, মেলার প্রয়োজন হলে তিনি মাঠের পরিকাঠামো উন্নয়নে অর্থ অনুমোদন করবেন বলে জানান সিদ্ধার্থবাবু। ফুটবল অ্যাকাডেমি মেলা আয়োজনে বাধা দেওয়ার বিষয়টি ষড়যন্ত্রমূলক বলে মনে করে শিলচর স্পোর্টিং ক্লাব।



