বরাক তরঙ্গ, ২৯ নভেম্বর : জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত স্থায়িত্ব নিয়ে আগামী জানুয়ারিতে দু’দিনের আন্তর্জাতিক সম্মেলন আয়োজিত হচ্ছে আসাম বিশ্ববিদ্যালয়ে। এই সম্মেলনকে সামনে রেখে শুক্রবার বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল এক আন্তর্জাতিক আলোচনা সভা। এতে দেশ-বিদেশের বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন আয়োজক কমিটির চেয়ারম্যান অধ্যাপক এম গঙ্গাভূষণ।
প্রধান অতিথি মেক্সিকো সিটির ইজরায়েল মালডোনাডো রোসার্স পরিবেশগত ও জীবনযাপন সংক্রান্ত উপাদান কীভাবে মানবস্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে তা নিয়ে বিস্তৃত আলোচনা করেন। এছাড়া তিনি রোগনির্ণয় ও চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্সের বিপ্লবাত্মক ভূমিকা নিয়েও আলোকপাত করেন।সেইসঙ্গে উল্লেখ করেন ফার্টিলিটি কেয়ারের অগ্রগতির কথাও।
সম্মানিত অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তুষার কান্তি পাল ওষুধ শিল্পের পরিবেশগত প্রভাব নিয়ে বিশদ আলোচনা করেন। তিনি বলেন, রাসায়নিক বর্জ্য, অব্যবহৃত বা মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও ওষুধজাত বর্জ্য অনিয়ন্ত্রিতভাবে ফেলে দেওয়ার কারণে মাটি ও জল যেমন দূষিত হচ্ছে, তেমনি পরিবেশের ভারসাম্যও নষ্ট হচ্ছে। তিনি এব্যাপারে উপযুক্ত বর্জ্য ব্যবস্থাপনা ও টেকসই উৎপাদন প্রক্রিয়ার ওপর জোর দেন।
বাংলাদেশের জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শুভ্রকান্তি দে হাসপাতাল ও কারখানার বর্জ্য জলাশয়ে ফেলে দেওয়ার কারণে বিভিন্ন ক্ষতিকর জীবাণু উৎপন্ন হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। একই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুকল্যাণ কুমার কুণ্ডু ডায়াবেটিস ও তার জটিলতা মোকাবেলায় ফাইটো-কেমিক্যালের ঔষধি গুণাবলি নিয়ে বিস্তৃত আলোচনা করেন।
শেষে ধন্যবাদ সূচক বক্তব্য পেশ করেন আয়োজক কমিটির সচিব ড. শুভদীপ রায়চৌধুরী। প্রসঙ্গত, ভারত বিকাশ পরিষদের উত্তর পূর্ব শাখা, আইসিএআর-আরসি ফর এনইএইচের মিজোরাম রিজিওনাল সেন্টার ও হাইলাকান্দির আইসিএআর-কৃষি বিজ্ঞান কেন্দ্রের যৌথ উদ্যোগে এদিনের এই প্রাক-সম্মেলন আলোচনা সভা আয়োজিত হয়।



