উদয়পুরে চাঞ্চল্য! গাড়ির ভেতর থেকে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু যুবক-ছাত্রীর

বরাক তরঙ্গ, ২৬ নভেম্বর : ভয়ঙ্কর কাণ্ড! গাড়ির ভেতরে বন্দুকের গুলিতে মৃত্যু ঘটল ছাত্রীর। হাসপাতালে যাওয়ার পথে প্রাণ হারালো গুলিবিদ্ধ যুবক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ত্রিপুরার উদয়পুরের হোলাক্ষেত রেল ব্রিজ সংলগ্ন এলাকায়। বুধবার সন্ধ্যায় পেরাতিয়া বনকুমারীস্থিত শালবাগানের স্থানীয় মানুষজন একটি চারচাকা গাড়ির ভিতরে রক্তাক্ত অবস্থায় যুবক ও ছাত্রীকে দেখতে পান। মুহূর্তের মধ্যে এলাকায় তৈরি হয় তীব্র আতঙ্ক। গাড়ির ভেতরেই ছাত্রীর মৃত্যু ঘটে। যুবকের বুকে গুলির আঘাত লাগে। তাকে হাসপাতাল নেওয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ছাত্রীর দেহ উদ্ধারের পাশাপশি যুবককে হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা দেয়।চবে শেষ রক্ষা হয়নি। প্রাথমিকভাবে ধারণা, কাছ থেকে গুলি চালানো হয়েছে। তবে এটি খুন নাকি আত্মঘাতী ঘটনা—তা এখনু স্পষ্ট নয়। ঘটনার প্রকৃত কারণ জানতে গাড়িটি বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করেছে পুলিশ। পৌঁছেছে ফরেনসিক দলও। উদ্ধার হয় একটি পিস্তলও।

এই রহস্যজনক ঘটনার জেরে এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে। পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন। তদন্তের অগ্রগতি সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *