পুরনো পেনশন স্কিমের আন্দোলনে দিল্লি কাঁপাল অসম ইউনিটও

২৬ নভেম্বর : নির্বাচিত জনপ্রতিনিধিদের জন্য নিশ্চিত পেনশনের ব্যবস্থা থাকলেও সরকারি কর্মচারীদের বেলায় অনিশ্চিত পেনশন ব্যবস্থা কেন? এটা কর্মচারীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা ও প্রতারণা নয়তো কী? মঙ্গলবার নয়াদিল্লির যন্তরমন্তরে পেনশন নীতি নিয়ে এই বৈষম্যের প্রতিবাদে গর্জে উঠলেন সরকারি কর্মচারীরা। আওয়াজ উঠলো, ‘নো এনপিএস, নো ইউপিএস, অনলি অপিএস’। ন্যাশনাল মুভমেন্ট ফর ওল্ড পেনশন স্কিমের ব্যানারে আয়োজিত এই বিক্ষোভ কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্তের প্রতিনিধিরা অংশ নেন। আসাম থেকেও ৯ জনের এক প্রতিনিধি দল এই কর্মসূচিতে শামিল হন।

অংশ নেন অসম প্রান্তের উপদেষ্টা কানু ধর, সভাপতি ভবানন্দ বরা, সাধারণ সম্পাদক মুকুলকুমার দাস, সদস্য মরফত আলি, ভাস্করজ্যোতি মেধি, জাকির হোসেন, নজরুল ইসলাম, মনোজকুমার ডেকারাজা ও আজিজুল হক। বিক্ষোভ কর্মসূচিতে জাতীয় পেনশন স্কিম কিংবা ইউনিফায়েড পেনশন স্কিম প্রত্যাহার করে পুরনো পেনশন স্কিম পুনরায় চালু করার জোরালো দাবি জানানো হয়। অন্যথায় আগামীতে আরও বৃহত্তর আন্দোলন সংঘটিত করার হুঁশিয়ারি দেওয়া হয়। প্রসঙ্গত, অসম প্রান্তের উপদেষ্টা কানু ধর আসাম বিশ্ববিদ্যালয়ে পুরনো পেনশন স্কিমের আওতাধীন কর্মী হলেও সরকারের এই বিমাতৃসুলভ আচরণের প্রতিবাদে শুরু থেকেই সোচ্চার রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *