বরাক তরঙ্গ, ২৬ নভেম্বর : মরিগাঁও জেলার লাহরিঘাট থানার অন্তর্গত ভূঞাবাড়ি গ্রামে একটি দুর্ঘটনায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়। বুধবার দিনের ১২ নাগাদ অঙ্গনওয়াড়ি বিদ্যালয় থেকে একটি শিশু নিজের বাড়িতে আসার সময় তীব্র বেগে একটি ই-রিকশা ধাক্কা মারে এবং দুর্ঘটনায় শিশুটি গুরুতরভাবে আহত হয়। সঙ্গে সঙ্গে স্থানীয় জনতা শিশুটিকে লাহরিঘাট আদর্শ মহাত্মা গান্ধী মডেল হসপিটালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসক শিশুটি মৃত বলে ঘোষণা করেন। মৃত্যু হওয়া শিশুটি ভূঁঞাবাড়ি পামের ৫ নং ওয়ার্ডের বাহারুল ইসলামের ৪ বছর বয়সী মেয়ে আরফিন সুলতানা বলে জানা গেছে।
এদিকে, এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে লাহরিঘাট পুলিশে উপস্থিত হয়ে ই-রিকসা চালককে আটক করার পাশাপাশি শিশুটির মৃতদেহ মরণোত্তর পরীক্ষার জন্য মরিগাঁও অসামরিক হাসপাতালে পাঠায়।


