বরাক তরঙ্গ, ২৬ নভেম্বর : আসাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও ড. আম্বেদকর চেয়ারের উদ্যোগে বুধবার সংবিধান দিবস পালন করা হয়। এদিন এই অনুষ্ঠান আয়োজিত হয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মেলন কক্ষে। এতে সংবিধানের মৌলিক কাঠামো বিষয়ক বিশেষ বক্তৃতা প্রদান করেন আইন বিভাগের অধ্যাপিকা ড. দীপশিখা ভট্টাচার্য। ছাত্রকল্যাণ ডিন অধ্যাপক অনুপ কুমার দে “সংবিধানিক নৈতিকতা ও উপনিবেশ-উন্মোচন” বিষয়ে বক্তব্য রাখেন।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক দেবতোষ চক্রবর্তী “ভারতীয় সংবিধানের শিল্পাত্মা ও ধর্মনিরপেক্ষ চরিত্র” নিয়ে আকর্ষণীয় অধিবেশন পরিচালনা করেন।
অনুষ্ঠানের অংশ হিসেবে শিক্ষার্থীদের জন্য ভারতীয় সংবিধানের মূল প্রতিলিপির একটি প্রতিরূপ প্রদর্শন করা হয়। পাশাপাশি আয়োজিত হয় কুইজ প্রতিযোগিতা, প্রস্তাবনার পাঠ করে শপথ গ্রহণ এবং সংবিধানের বিভিন্ন দিক নিয়ে শিক্ষার্থীদের উপস্থাপনা। আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, গবেষক ও শিক্ষকবৃন্দ এ অনুষ্ঠানে অংশ নেন।


