বরাক তরঙ্গ, ২৬ নভেম্বর : ২৯টি শ্রম আইন বাতিল করে শ্রম বিরোধী ৪টি শ্রম কোড কার্যকর করার বিরুদ্ধে সারা দেশের সঙ্গে শিলচরেও কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, ফেডারেশন ও কৃষক সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভে প্রদর্শন করেন। বুধবার শিলচরে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে ৫টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও বিভিন্ন কৃষক সংগঠনের প্রায় পাঁচ শতাধিক লোকের সমাবেশে উত্তাল হয়ে উঠে। বিক্ষোভ প্রদর্শন করে কেন্দ্রের বিজেপি সরকারের ফ্যাসিবাদী নীতির বিরুদ্ধে ধিক্কার জানান। এই শ্রম কোড কার্যকর ফলে ৮ ঘণ্টার কাজকে ১২ ঘণ্টা বাধ্যতামূলক করার অধিকার কর্পোরেটের হাতে দেওয়ায় তীব্র প্রতিবাদ জানান।
এছাড়া পিএফ গ্র্যাচুইটি সহ অন্যান্য সামাজিক সুরক্ষা অনিশ্চিত করা হয়েছে। এই শ্রম কোড বাতিল না হলে তীব্র আন্দোলন হবে বলে বক্তারা হুঁশিয়ারি দেন। আজকের বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মিহির নন্দী, শ্যামদেও কর্মী, রঞ্জন দাস, সুভাস দেব, সুরজিৎ ঘোষ ও সুপ্রিয় ভট্টাচার্য প্রমুখ। সমাবেশে শ্রম কোডের প্রতিলিপি দাহ করা হয়।


