বরাক তরঙ্গ, ২২ নভেম্বর : বড়খলা থানার অধীনে বালাছড়া টোল প্লাজার কাছে সাদা রঙের একটি বলোরো গাড়ি (AS 12 AL 9515) আটক করে পুলিশ। গাড়িটি শিলচর থেকে ডিমা হাসাওয়ের দিকে যাচ্ছিল। নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে গাড়িটি আটক করে তল্লাশি করে হেরোইন উদ্ধার করা হয়। তল্লাশির সময় গাড়ি থেকে ছয়টি প্লাস্টিকের সাবান কেস থেকে ৭২.৪ গ্রাম হেরোইন উদ্ধার হয়। গাড়ির চালক শোণিতপুরের উরাংবস্তি গ্রামের বাসিন্দা বাহারুল ইসলামকে (২৭) আটক করে পুলিশ।
স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে আইনানুগ প্রক্রিয়ায় উদ্ধারকৃত মাদক ও অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। অবশেষে পুলিশ মাদক পাচারে ব্যবহৃত গাড়ি সহ চালক বাহারুল ইসলামকে গ্রেফতার করে।


