বরাক তরঙ্গ, ২২ নভেম্বর : সৈদপুর চতুর্থ খণ্ডে চরকিশাহ বাবা মোকামে আগামীকাল ২৩ নভেম্বর রবিবার অনুষ্ঠিত হতে চলেছে এক বৃহৎ রক্তদান শিবির। গরীব নওয়াজ রিলিফ ফাউন্ডেশন (GNRF) ও মোহাম্মদিয়া ইয়ুথ কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত এই শিবিরটি সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে। “এক ফোঁটা রক্ত, এক নতুন জীবন”—এই মানবিক স্লোগানকে সামনে রেখে সকল শ্রেণির মানুষকে রক্তদানের মতো মহৎ কর্মে অংশ নেওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে। তাদের মতে, একজন স্বেচ্ছাসেবকের অল্প রক্তদানই একটি মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
উল্লেখ্য, রক্তদান শিবির ছাড়াও GNRF দীর্ঘদিন ধরে খাদ্য বিতরণ, মানবিক সহায়তা এবং নানান জনকল্যাণমূলক কর্মসূচিতে সক্রিয় রয়েছে। সংগঠনের সদস্যরা জানিয়েছেন, সমাজের প্রতিটি মানুষকে মানবতার পথে সামিল করে তোলাই তাদের মূল লক্ষ্য। আয়োজকেরা এলাকাবাসীসহ সকলকে রক্তদান শিবিরে উপস্থিত হয়ে রক্তদান করার আবেদন করেছেন। পাশাপাশি বন্ধু-বান্ধবদেরও উৎসাহিত করে মানবতার এই বার্তা আরও ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।


