দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২১ ডিসেম্বর : টাইটান্স চেস ক্লাব এবং কাছাড় জেলা চেস অ্যাসোসিয়েশন (সিডিসিএ)-এর সহযোগিতায় সোনাই রোডের সাই বিকাশ স্কুলে রবিবার সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ‘গ্র্যান্ড ব্লিটজ রয়্যাল’ দাবা টুর্নামেন্ট সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এই একদিনের টুর্নামেন্টে উপত্যকার বিভিন্ন বয়সের ৬০ জন প্রতিযোগী অংশ নিয়ে দাবার মজাদার লড়াই চালিয়ে গেছেন।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেবাশিস সোম এবং কাছাড় জেলা বিজেপির সহ-সভাপতি অভ্রজিত চক্রবর্তী (ঝলক)। আয়োজক স্বপ্নিল দাস তাঁদের গলায় উত্তরীয় পরিয়ে সম্মান জানান। বক্তব্যে দেবাশিস সোম বলেন, “দাবা খেলা মস্তিষ্কের ক্ষমতা বাড়ায়, যা স্মৃতিশক্তি, একাগ্রতা, সমস্যা সমাধান এবং সৃজনশীলতা বৃদ্ধি করে। এটি ধৈর্য, পরিকল্পনা, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শেখায়, চাপ কমায়, আত্মবিশ্বাস বাড়ায় এবং বয়সের সাথে জ্ঞানীয় অবক্ষয় রোধ করে। ফলে মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশে এটি অত্যন্ত উপকারী।” তিনি আয়োজক স্বপ্নিল দাসের প্রয়াসের প্রশংসা করে আগামী দিনে সব ধরনের সাহায্যের আশ্বাস দেন। অভ্রজিত চক্রবর্তী (ঝলক) বলেন, “বর্তমানে দাবা খেলার প্রচলন ও বিকাশ ঘটছে। ছেলে-মেয়েরা এই খেলার দিকে এগিয়ে আসছেন। দাবা মানসিক বিকাশ ঘটায়।” তিনি আয়োজকদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।বিকেল ৪টায় বিজয়ীদের হাতে ট্রফি, শংসাপত্র ও নগদ পুরস্কার তুলে দেওয়া হয় শিলচর জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক দেবাশিস সোম, সাই বিকাশ স্কুলের প্রধান শিক্ষক পি. অরিভুক্করাসু, ভাইস প্রিন্সিপাল প্রিতা কে এইচ এবং স্বপ্নিল দাসের হাতে।
উল্লেখ্য, এই টুর্নামেন্টে শিলচরের সাংবাদিক তথা প্রতিভাবান দাবা খেলোয়াড় স্বপ্নিল ভট্টাচার্যও অংশগ্রহণ করেন ও বিজয়ী হন।এই ইভেন্ট উপত্যকায় দাবা খেলার প্রতি আগ্রহ জাগিয়ে তুলেছে এবং ভবিষ্যতে আরও এমন অনুষ্ঠানের আশা করা যাচ্ছে।


