দিল্লি বিস্ফোরণ নিয়ে বিতর্কিত মন্তব্যে অসমে গ্রেফতার আরও ৬ জন

বরাক তরঙ্গ, ১৩ নভেম্বর : দিল্লির বিস্ফোরণ ঘটনাকে কেন্দ্র করে বিতর্কিত মন্তব্য করায় এপর্যন্ত অসমে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার  সকালে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই তথ্য জানান। মুখ্যমন্ত্রী বলেন, দিল্লি বিস্ফোরণ নিয়ে সামাজিক মাধ্যমে উসকানিমূলক ও বিতর্কিত পোস্ট দেওয়ার অভিযোগে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও জানান, দিল্লির সহিংসতার সমর্থনে যারা মন্তব্য করছে, তাদের বিরুদ্ধে আপসহীনভাবে ব্যবস্থা নিচ্ছে অসম পুলিশ।

মুখ্যমন্ত্রীর মতে, বুধবার আরও ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন – রফিজুল আলি (বঙাইগাঁও), ফরিদ উদ্দিন লস্কর (হাইলাকান্দি), ইনামুল ইসলাম (লখিমপুর), ফিরুজ আহমেদ (লখিমপুর), সাহিল সোমান চিকদার (বরপেটা), রকিবুল সুলতান (বরপেটা), নাসিম আকরাম (হোজাই), তসলিম আহমেদ (কামরূপ) এবং আবদুর রহমান মল্লা (দক্ষিণ শালমারা)।

উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লা সংলগ্ন এলাকায় ঘটে ভয়াবহ বিস্ফোরণ। একটি চারচাকার গাড়িতে থাকা বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে প্রায় ১৩ জনের এবং বহু মানুষ আহত হয়েছে। এই ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, রাস্তায় ছড়িয়ে পড়েছিল দেহাবশেষ। মৃতদের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *