বন্যায় বিধ্বস্ত ত্রিপুরাকে পাঁচ কোটি সাহায্য হিমন্ত সরকারের

বরাক তরঙ্গ, ১ সেপ্টেম্বর : সাম্প্রতিক বন্যায় বিধ্বস্ত ত্রিপুরাকে পাঁচ কোটি টাকা সাহায্য করল অসম সরকার। মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে রবিবার সরকারের পক্ষে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার সঙ্গে রাজভবনে সাক্ষাৎ করে কাছে ৫ কোটি টাকার চেক হস্তান্তর করেছেন মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া। মন্ত্রী বলেন, “সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ ত্রিপুরার জনগণের প্রতি অসম সরকারের সবসময় এই ধরনের সংহতি, ঘনিষ্ঠতা এবং সহানুভূতি থাকবে।  এই চ্যালেঞ্জিং সময়ে ত্রিপুরা সরকারকে সাহায্য করবে,” তিনি বলেন।

মন্ত্রী জয়ম্ত মল্ল বরুয়া এও বলেন, “সাম্প্রতিক বন্যার কথা শুনে আমি দুঃখিত যেটি ত্রিপুরাকে ধ্বংস করেছে এবং রাজ্যের জীবন ও জীবিকাকে মারাত্মকভাবে প্রভাবিত করেছে। এদিকে, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের বন্যা পরিস্থিতির জন্য ত্রিপুরার বন্যা দুর্গতদের জন্য ৫ কোটি টাকার চেক পাঠিয়েছেন। তিনি আরও বলেছিলেন যে ত্রিপুরার এই চ্যালেঞ্জিং সময়ে আসামের জনগণের আন্তরিক সমবেদনা সর্বদা তার সঙ্গে থাকবে।

বন্যায় বিধ্বস্ত ত্রিপুরাকে পাঁচ কোটি সাহায্য হিমন্ত সরকারের
বন্যায় বিধ্বস্ত ত্রিপুরাকে পাঁচ কোটি সাহায্য হিমন্ত সরকারের

Author

Spread the News