খেলতে গিয়ে ডোবায় পড়ে মৃত্যু শিশু বড়মামদায়

কেএইচ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ১ সেপ্টেম্বর : বাড়ির পাশে ডোবার কাছে খেলতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল আট বছরের এক শিশুর। ঘটনাটি ঘটেছে কাপ্তানপুর জিপির বড়মামদার পাশী পাড়ায়। রবিবার সকালে নিজের বড়বোনের সঙ্গে খোলা জায়গায় খেলতে যায় পাশীপাড়ার হরিপ্রসাদ পাশীর আট বছরের ছেলে সঞ্জয় পাশী। খেলতে খেলতে হঠাৎ ডোবায় জমে থাকা বন্যার জলে পড়ে যায় সঞ্জয়।

খবরটি বাড়িতে আসার পর ডোবার জলে নেমে খোঁজাখুজি শুরু হয়। খবর দেওয়া হয় লক্ষীপুর থানায়। তৎক্ষনাৎ দলবল নিয়ে ছুটে যান লক্ষীপুর থানার এসআই চয়নিকা রংপি। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে। এই ঘটনায় মর্মাহত বড়মামদা গ্রামের মানুষ। 

খেলতে গিয়ে ডোবায় পড়ে মৃত্যু শিশু বড়মামদায়
খেলতে গিয়ে ডোবায় পড়ে মৃত্যু শিশু বড়মামদায়

Author

Spread the News