৫৭ লাখ ৭৭ হাজার টাকার মেথামফেটামিন উদ্ধার, আটক মায়ানমারের নাগরিক

বরাক তরঙ্গ, ২৬ নভেম্বর : চাম্পাই জেলার এক্সাইজ ও নারকোটিক্স দফতরের কর্মকর্তারা মঙ্গলবার এক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেথামফেটামিন (আইস ড্রাগ) উদ্ধার করেছেন।

দফতরের প্রকাশিত তথ্যানুসারে, সকাল প্রায় ১০টা ৩০ মিনিটে চাম্পাই এক্সাইজ অ্যান্ড নারকোটিক্স এনফোর্সমেন্ট স্টাফ এবং ১৪তম আসাম রাইফলসের যৌথ দল ওয়ার্ল্ড ব্যাঙ্ক রোড, ঝোখাওথার এলাকায় অভিযান চালায়। সেখান থেকে মায়ান্মারের ফালাম জেলার বাসিন্দা বাউইকানথাং (৩৮)–এর হেফাজত থেকে উদ্ধার করা হয় ৪০,৪০০টি মেথামফেটামিন ট্যাবলেট, যার ওজন প্রায় ৪ কেজিরও বেশি।

আন্তর্জাতিক বাজারে যার মূল্য আনুমানিক ৫৭ লাখ ৭৭ হাজার টাকার বেশি বলে জানা গেছে। উদ্ধার হওয়া এই মাদকদ্রব্যের ঘটনায় NDPS আইনের অধীনে মামলা রুজু করে তাকে গতকালই আদালতে তোলা হয় এবং তাকে লুংলে জেলে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *