ঝাপিরবন্দ থেকে বলেরো কন্টেইনার থেকে ২৯ বস্তা পোস্ত দানা বাজেয়াপ্ত, আটক ২

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১ ডিসেম্বর : জাপিরবন্দ দ্বিতীয় খণ্ড থেকে বিপুল পরিমাণ পোস্ত দানা বাজেয়াপ্ত করা হল। কাশীপুরের ১৪৭ বিএন সিআরপিএফ বাহিনী গোপন  তথ্যের ভিত্তিতে শিলচর থেকে গুয়াহাটি অভিমুখে যাওয়া এএস ১১ এফসি ১৪২০ নম্বর বলেরো কন্টেইনার থেকে পোস্ত দানা বাজেয়াপ্ত করেছে। রবিবার রাতে জাপিরবন্দ দ্বিতীয় খণ্ডের ভারত পেট্রোল পাম্পে তেল ভর্তি করার সময় বাহিনী হাতেনাতে কন্টেইনারসহ দুই যুবককে আটক করে।

অভিযানে কন্টেইনারের ভেতরে লুকানো ২৯ বস্তা পোস্ত দানা উদ্ধার করা হয়। আটকরা হল ভাগা বাজারের জামাপুরের খাইরুল ইসলাম লস্কর ও আসিফুর রহমান বড়ভূইয়া। বলেরো গাড়িটি পরে বড়খলা টোল গেটে নিয়ে যাওয়া হয়, সেখানে উধারবন্দ ও বড়খলা পুলিশের যৌথ অভিযানে পোস্তের বস্তাগুলো উদ্ধার করা হয়। সোমবার সিআরপিএফ পক্ষ থেকে জানানো হয় উদ্ধারের ঘটনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *