স্বাধীনতার পর প্রতিরক্ষায় রপ্তানিতে ২১ হাজার কোটি টাকা পার
২ এপ্রিল : স্বাধীনতার পর এই প্রথম প্রতিরক্ষায় রপ্তানিতে ২১ হাজার কোটি টাকা পার করল ভারত। ২০২৩–২৪ অর্থবর্ষে প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের রপ্তানি একুশ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় একথা জানান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, বিগত অর্থবর্ষের তুলনায় এর পরিমাণ ৩২ শতাংশের বেশী।
প্রসঙ্গত, দেশের প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি এবং তৈরিতে উৎসাহ দিতে একাধিক পদক্ষেপ নিয়েছে মন্ত্রক। বেসরকারি ও সরকারি অধীনস্থ গোষ্ঠী সহ প্রতিরক্ষা শিল্পসংস্থা গুলি অত্যন্ত ভাল কাজ করেছে বলে জানান রাজনাথ। তিনি আরও জানান, ভারত ২০২৪–২৫ সালের মধ্যে প্রতিরক্ষা রপ্তানির লক্ষ্যমাত্রা ৩৫ হাজার কোটি টাকা নির্ধারণ করেছে।