অগপ যুব পরিষদে ২০০ জন যুবক-যুবতী যোগদান

বরাক তরঙ্গ, ১১ জানুয়ারি : অসম গণ পরিষদের ব্যবস্থাপনায় যুব পরিষদে কাছাড়ের প্রায় ২০০ জন যুবক-যুবতী যোগদান করেন।বৃহস্পতিবার দুপুর ১২ টা থেকে দুপুর ২ টা অবধি শিলচর শহরের এক আভিজাত্য হোটেলে অসম গণ পরিষদের উদ্যোগে যুব পরিষদের যোগদান শিবিরের আয়োজন করা হয়। এদিন সভায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি জিতু বড়গোঁয়াই। এ ছাড়া অসম গণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা বরাক উপত্যকার দলীয় পর্যবেক্ষক বিমল সিংহ, যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজীব সিনহা, এজিপির কাছাড় জেলা কমিটির সম্পাদক মণিতন সিংহ, যুব পরিষদের আহবায়ক মেকবুব হুসেন লস্কর, বড়খলা বিধান পরিষদের সভাপতি গৌরীদাস সিংহ, বিপুলচন্দ্র রী প্রমুখ। এই কাছাড় জেলা যুব পরিষদের যোগদানে সাউথ আসাম আনএমপ্লয়েড ইয়ুথ অ্যাসোসিয়েশনের সভাপতি সৌরভ দেবের নেতৃত্বে প্রায় ৭০ জন যুবক-যুবতী, বরাক উপত্যকার বাউরি ক্ষেত্রপাল রী সমাজের সমন্বয় কমিটির শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক বিপুলচন্দ্র রী নেতৃত্বে বাগান সম্প্রদায়ের প্রায় ৫০ জন যুবক-যুবতী সহ বরাক ভ্যালি ডি-এডিকশন সেন্টারস্ অ্যাসোসিয়েশনের সভাপতি ধ্রুবজ্যোতি ভট্টাচার্য, সম্পাদক দীপ ভট্টাচার্য, গুড্ডু সিং, সাজানুল হক বড়ভূইয়া, দেবাশিস নাথ, রঞ্জু লস্করদের নেতৃত্বে এজিপি দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রায় একশো জন কাছাড় জেলার বিভিন্ন প্রান্ত থেকে যুবকেরা যুব পরিষদে যোগদান করেন।

সভার সভাপতি বিমল সিংহ বলেন, অসমের রাজনৈতিক দল হলো অসম গণ পরিষদ দল, অসমে বসবাসকারী সর্বস্তরের জনগণের উপর অন্যায় ও অবিচারের বিরুদ্ধে যে সংগঠন প্রতিবাদ করে চলে যাচ্ছে,সেটি হলো অসম গন পরিষদ দল, আর অসম গণ পরিষদ দলের শক্তি হলো যুব পরিষদ।

মুখ্যবক্তা তথা যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সভাপতি জিতু বড়গোঁয়াই বলেন,যে কোনো সংগঠনকে মজবুত করতে হলে প্রথমে দলীয় কর্মকর্তাদের দলীয় আদর্শ ও নীতি-নিয়ম মেনে চলার একান্ত প্রয়োজন এবং দলের বরিষ্ঠ নেতাদের সম্মান ও ছোটদের ভালোবাসা করাটা জরুরি,আর যে সংগঠনে ভালোবাসা ও সম্মান রয়েছে, সেই দলটিই দেশের আদর্শবান দল। অসম গণ পরিষদের জন্ম হয়েছিল অসমের সাধারণ মানুষদের ন্যায্য অধিকার আদায়ের  জন্য আত্মবলিদানের মাধ্যমে,এই দল বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার জনগণের ন্যায্য অধিকার আদায়ের জন্য একমাত্র রাজনৈতিক দল। অন্যদিকে, মাদকদ্রব্যের বিরুদ্ধে সমাজের সবাইকে ঐক্যবদ্ধভাবে সংগ্ৰামের জন্য ঐক্যবদ্ধভাবে আন্দোলনের প্রয়োজনীয়তা রয়েছে বলে জানান জিতু বড়গোঁয়াই মহাশয়। সেদিন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাসঙ্গিক বক্তব্য রাখেন, রাজীব সিংহা ও বিপুল চন্দ্র রী প্রমুখ এবং সম্পূর্ণ সভাটি পরিচালনায় ছিলেন এজিপি দলের কাছাড় জেলা কমিটির সম্পাদক মণিতন সিংহ।
প্রতিবেদক : দীপ দেব, শিলচর।

Author

Spread the News