ভারি বৃষ্টিতেই তছনছ অন্ধ্রপ্রদেশ, মৃত্যু ১১

১ সেপ্টেম্বর : একদিনের ভারি বৃষ্টিতেই তছনছ অন্ধ্রপ্রদেশ। কোথাও কোথাও ভূমিধস, কোথাও আবার বন্যার মতো পরিস্থিতি। প্রশাসন সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় অন্ধ্রপ্রদেশে প্রাণ হারিয়েছেন আটজন। বিভিন্ন এলাকায় ভূমিধসের জেরে প্রাণহানির ঘটনাগুলো ঘটেছে। শুধুমাত্র বিজয়ওয়াড়াতে পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত বহু।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ভারি বৃষ্টিপাতের জেরে রাজ্যজুড়ে মৃত্যুমিছিলে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। মৃতদের পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি পূর্ব নির্ধারিত সমস্ত কর্মসূচি বাতিল করেছেন। ভারি বৃষ্টিপাতের জেরে রাজ্যের বিভিন্ন জেলার পরিস্থিতির দিকে নজর রাখছেন তিনি। ইতিমধ্যেই ক্ষতিপূরণ বাবদ জেলাগুলিতে তিন কোটি টাকা দিয়েছেন তিনি।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ভারি বৃষ্টিপাতের জেরে রাজ্যজুড়ে মৃত্যুমিছিলে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। মৃতদের পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি পূর্ব নির্ধারিত সমস্ত কর্মসূচি বাতিল করেছেন। ভারি বৃষ্টিপাতের জেরে রাজ্যের বিভিন্ন জেলার পরিস্থিতির দিকে নজর রাখছেন তিনি। ইতিমধ্যেই ক্ষতিপূরণ বাবদ জেলাগুলিতে তিন কোটি টাকা দিয়েছেন তিনি।

মৌসম ভবন সূত্রে খবর, ঘূর্ণিঝড় ও বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে অন্ধ্রপ্রদেশে। শনিবারের মতো রবিবারেও ভারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। যে জেলাগুলিতে জল জমে বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। দুর্যোগের মাঝে সাধারণ মানুষকে বাড়ি থেকে বেরোতে নিষেধ করেছেন মুখ্যমন্ত্রী।
খবর : আজকাল ডট ইন।

ভারি বৃষ্টিতেই তছনছ অন্ধ্রপ্রদেশ, মৃত্যু ১১
ভারি বৃষ্টিতেই তছনছ অন্ধ্রপ্রদেশ, মৃত্যু ১১

Author

Spread the News