বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৩০ ডিসেম্বর : আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে উধারবন্দ কেন্দ্রে বহিরাগত প্রার্থীদের টিকিট পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। ইতিমধ্যে বিধানসভা নির্বাচনকে ঘিরে উধারবন্দের গেরুয়া রাজনীতি তপ্ত হতে শুরু করেছে। নতুন-পুরোনো প্রসঙ্গে পদ্ম শিবিরের অন্দরমহলে বইছে ক্ষোভের চোরা স্রোত। এক ডজনেরও বেশি টিকিট প্রত্যাশী কয়েকমাস ধরে উধারবন্দে সক্রিয়ভাবে জনসংযোগ শুরু করেছেন।
বুধবার উধারবন্দের ১১ জন টিকিট প্রত্যাশী একজোট হয়ে দলীয় অনুশাসন মেনে নিজেদের বার্তা জেলা সভাপতি রূপম সাহার কাছে তুলে ধরলেন। উধারবন্দ কেন্দ্রে বিজেপির টিকিট প্রত্যাশীরা হলেন হেমাঙ্গ শেখর দাস, বাসুদেব শর্মা, সুরেন্দ্র কুমার সিং, নবারুণ চক্রবর্তী, প্রসেনজিৎ ভট্টাচার্য, শ্যামাপদ রায়,জয়জ্যোতি দে, কাঞ্চন সিং, মিঠুন নাথ, বিশ্বজিৎ দাস, অরিজিৎ তাঁতী। এদিন শিলচরের কাছাড় জেলা বিজেপির সদর কার্যালয়ে জেলা বিজেপি সভাপতি রূপম সাহার সঙ্গে দেখা করে তাঁরা ঐক্যবদ্ধ হয়ে বহিরাগত প্রার্থীদের টিকিট না দেওয়ার আহ্বান জানান। তাঁদের দাবি, উধারবন্দের স্থায়ী বাসিন্দা অর্থাৎ তাদের মধ্যে যে কোনো একজনকে টিকিট দেওয়া হোক। বহিরাগত প্রার্থীদের যেন টিকিট দেওয়া না হয়।



