দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১১ নভেম্বর : সরকারি চাকরিতে নিযুক্তিপ্রাপ্ত তরুণ-তরুণীদের সততা, নিষ্ঠা এবং দায়িত্ববোধ নিয়ে কাজ করার আহ্বান জানালেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। অম্বিকাপট্টির ‘ইয়ং বাডস অ্যাকাডেমি’-র উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনিযুক্ত প্রাপকদের উদ্দেশে এই বার্তা দেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ পরিমল শুক্লবৈদ্য বলেন, কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে এ অঞ্চলের বহু শিক্ষিত যুবক-যুবতী সফলভাবে নিযুক্তি পাচ্ছেন, যা এক অভিনন্দনযোগ্য দৃষ্টান্ত।
তিনি বলেন, সরকারি চাকরির দায়িত্ব পালন কেবল আত্মসম্মানের প্রতিফলন নয়, এটি জনগণের প্রতি অঙ্গীকারও বটে। তাই যাঁরা এই সুযোগ অর্জন করেছেন, তাঁদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে দেশ ও সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই উপলক্ষে ‘ইয়ং বাডস অ্যাকাডেমি’-র মোট পঁয়তাল্লিশ সফল শিক্ষার্থীকে তাঁদের কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান করা হয়। সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা তীর্থঙ্কর রায়, রিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক কালীপদ দাস, রামানুজ বিদ্যামন্দিরের অধ্যক্ষ দীপ্তিমান বিশ্বাস, উদ্যোগপতি নীলাঞ্জন রায় ও সিএ উদ্দীপন পুরকায়স্থ প্রমুখ। অতিথিবৃন্দ নবনিযুক্ত চাকরিপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে তাঁদের ভবিষ্যৎ সাফল্যের কামনা করেন।
বক্তব্য রাখতে গিয়ে তীর্থঙ্কর রায় বলেন, “অদম্য মনোবল, শৃঙ্খলা এবং আত্মবিশ্বাসে বলীয়ান হয়েই এই শিক্ষার্থীরা সাফল্য অর্জন করেছেন। তাঁদের এই অর্জন কেবল ব্যক্তিগত নয়, পরিবারের, শিক্ষা প্রতিষ্ঠান এবং গোটা বরাক উপত্যকার গর্ব।”উপস্থিত অতিথি, অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি ছিল এক গর্বময় মুহূর্তে ভরপুর। সার্বিকভাবে এই সংবর্ধনা আয়োজন তরুণ প্রজন্মের মধ্যে অধ্যবসায় এবং সাফল্যের নতুন অনুপ্রেরণা যোগায়।


