মিজোরামে ফের ধস, বন্ধ যাতায়াত 

বরাক তরঙ্গ, ১৮ নভেম্বর : তিন দিনের মাথায় ফের ভূমিধসে মিজোরামে আতঙ্ক দেখা দিয়েছে। এবার মিজোরামের লুংতুলাই জেলায় ঘটে ভূমিধসের ঘটনা। প্রাপ্ত তথ্য মতে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১-১০ মিনিটে লুংতোলাই জেলার চাইকা এবং সিটলাংপুই নামক স্থানের মধ্যবর্তী জায়গায় ৩০৬ নং জাতীয় সড়কে ভূমিধসের ঘটনাটি সংঘটিত হয়। সংশ্লিষ্ট জায়গায় চলছিল সড়ক সম্প্রসারণের কাজ, সেসময় পাহাড় থেকে ধসে আসা বিশাল একটি পাথর পড়ে যায় সড়ক সম্প্রসারণ কাজে ব্যস্ত থাকা এস্কেবেটরের উপর।

মিজোরামে ফের ধস, বন্ধ যাতায়াত 

পাথর সমেত ধসে আসা মাটি এক্সেবেটরটিকে সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে কয়েক ফুট নিচে থাকা জাতীয় সড়কের উপর নিয়ে আসে। এতে বন্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক। ঘটনায় কোন প্রাণহানির ঘটনা ঘটেনি।
উল্লেখ্য, মাত্র ৩ দিন আগে মিজোরামের নাথিয়াল জেলায় পাথর খনিতে ভূমিধসের ঘটনায় প্রাণ গেছে ১২ জন শ্রমিকের। তার তিন দিনের মাথায় আবারও ভূমিধসের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *