দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১২ নভেম্বর : বৃহত্তর নিউ শিলচর মণ্ডল বিজেপির স্থায়ী দলীয় কার্যালয়ের উদ্বোধন করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বুধবার জেলা বিজেপির সভাপতি রূপম সাহাকে সঙ্গে নিয়ে কার্যালয়ের উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানে বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, “বৃহত্তর নিউ শিলচর অঞ্চলের জনগণের সমস্যা নিরসন ও জনসাধারণের কল্যাণমূলক কাজ ত্বরান্বিত করার লক্ষ্যে এই মণ্ডল কার্যালয় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ পালন করবে। দলের নেতাকর্মীদের নিরলস পরিশ্রমই প্রমাণ করে যে বিজেপি কেবল রাজনীতি নয়, সেবার আদর্শে বিশ্বাসী। তিনি আরও বলেন, প্রতি শনিবার সকাল আটটা থেকে এক ঘণ্টা নির্ধারিত সময়ে সাধারণ মানুষ কার্যালয়ে এসে তাঁদের সমস্যা জানাতে পারবেন এবং সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
জেলা সভাপতি রূপম সাহা বলেন, শিলচরের প্রতিটি মণ্ডলে স্থায়ী অফিস গড়ে তোলার যে উদ্যোগ রাজ্য নেতৃত্ব গ্রহণ করেছে, আজ নিউ শিলচর মণ্ডলের মাধ্যমে সেই লক্ষ্যপূরণের এক সফল সূচনা। তিনি নিউ শিলচর মণ্ডলের সকল স্তরের নেতা-কর্মীদের আন্তরিক অভিনন্দন জানান এবং সংগঠনকে আরও দৃঢ় করার আহ্বান জানান। মণ্ডল সভাপতি দুলাল দাস (মণি) বলেন, “বৃহত্তর নিউ শিলচর এলাকার জনগণের আস্থা, ভালোবাসা ও নিরন্তর সহযোগিতাই এই দলীয় কার্যালয় স্থাপনের মূল প্রেরণা। আমরা প্রত্যেকে সমাজসেবা ও এলাকার উন্নয়নে কাজ করে যাব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউ শিলচর মণ্ডলের সহ-সভাপতি কাজল রায়, বিপ্লবকুমার দে, মিঠুন রায়, বাসুদেব সাহা সহ অসংখ্য দলীয় নেতা-কর্মী ও স্থানীয় সমর্থকরা। দিনের কর্মসূচি শুরু হয় সকাল এগারোটায় বরাক উপত্যকার বর্ষীয়ান বিজেপি নেতা অমিয় ব্যানার্জির বাসভবনে পূজার্চনার মধ্য দিয়ে। পূজায় অংশ নেন বিধায়ক দীপায়ন চক্রবর্তীসহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এরপর নবনির্মিত দলীয় কার্যালয়ে ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।


