নতুন পেনশন স্কিম বাতিলের দাবিতে
চান্দপুর পাবলিক হাইস্কুলে কর্মবিরতি

বরাক তরঙ্গ, ২২ আগস্ট : নতুন পেনশন স্কিম (এনপিএস) বাতিল করে পুরানো পেনশন স্কিম চালু করার দাবিতে সোমবার চান্দপুর পাবলিক হাইস্কুলের একদিনের কর্মবিরতি পালন করেন শিক্ষক অশিক্ষক কর্মচারীরা। অল আসাম গভ্ট এনপিএস এমপ্লইজ অ্যাসোসিয়েশনের চান্দপুর পাবলিক হাইস্কুল ইউনিট কমিটির ডাকে সর্বাত্মক কর্মবিরতি পালন করা হয়।

এতে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক ফয়জুল হক বড়ভূইয়া, সহকারী প্রধান শিক্ষক আয়ুব আলি চৌধুরী, এএজিএনপিএসই অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কমিটির উপ সভাপতি শাহজাহান আহমদ লস্কর, চান্দপুর পাবলিক হাইস্কুলের ইউনিট কমিটির সভাপতি আব্দুল হান্নান বড়ভূইয়া, উপ সভাপতি সাহার উদ্দিন সদিয়ল, সম্পাদক মজমুল ইসলাম লস্কর, সদস্য সৈয়ীদ হুসেন মজুমদার, অনুপম নাথ, ফয়জুল হক মজুমদার, নজরুল ইসলাম বড়ভূইয়া, সাহিদুল হক লস্কর, ফারুক আহমদ লস্কর, মুজাক্কির হুসেন মজুমদার ও নুরুল হক বড়ভূইয়া। এদিনের প্রতিবাদ কর্মসূচি থেকে কর্মচারী বিরোধী ন্যাশনাল পেনশন সিস্টেম বাতিল   করে পুরানো পেনশন নীতি চালু করার জন্য সরকারের কাছে জোড়ালো দাবি জানানো হয়।
প্রতিবেদক : জাকুয়ান আহমেদ, বড়খলা।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *