বরাক তরঙ্গ, ১২ নভেম্বর : দিল্লির বিস্ফোরণ কাণ্ডে অসমে গ্রেফতার হলেন পাঁচজন। তবে গ্রেফতার হওয়া ব্যক্তিরা বিস্ফোরণ কাণ্ডে জড়িত নন। তারা সামাজিক মাধ্যমে জঘন্য ঘটনার সমর্থন করে পোস্ট বা কমেন্ট করায় পুলিশ তাদের গ্রেফতার করেছে।
দিল্লিতে সংঘটিত বিস্ফোরণকে কেন্দ্র করে সমর্থনমূলক মন্তব্য বা পোস্টের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। আর এই নির্দেশের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই রাজ্যে মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার মুখ্যমন্ত্রী শর্মা জানান, দিল্লি বিস্ফোরণ প্রসঙ্গে অনলাইনে “আপত্তিকর ও উসকানিমূলক” বিষয়বস্তু প্রচারের অভিযোগে অসম পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে। তিনি আরও বলেন, “অসম পুলিশ ঘৃণা ছড়ানো বা সন্ত্রাসবাদকে সমর্থন করার জন্য সামাজিক মাধ্যমের অপব্যবহারকারী যে কোনও ব্যক্তির বিরুদ্ধে দ্রুত ও দৃঢ়ভাবে ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ।”
একটি পোস্টে মুখ্যমন্ত্রী জানান, দিল্লি বিস্ফোরণ প্রসঙ্গে অনলাইনে আপত্তিকর ও উসকানিমূলক বার্তা প্রচারের অভিযোগে যাদের গ্রেফতার করা হয়েছে তারা হলেন মতিউর রহমান (দরং), হাসান আলি মণ্ডল (গোয়ালপাড়া), আব্দুল লতিফ (চিরাং), ওয়াজহুল কামাল (কমরূপ) ও নূর আমিন আহমেদ (বঙাইগাঁও)
মুখ্যমন্ত্রী আরও সতর্কবার্তা দিয়ে বলেন, “সামাজিক মাধ্যমের মাধ্যমে ঘৃণা ছড়ানো বা সন্ত্রাসবাদকে উৎসাহ দেওয়ার চেষ্টা করলে অসম পুলিশ কঠোরতম পদক্ষেপ গ্রহণ করবে।”



