জুবিনের জন্মদিন পালন গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে

বরাক তরঙ্গ, ১৮ নভেম্বর : গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার সকাল ১০-৩০ সময়  বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে বিখ্যাত কণ্ঠশিল্পী প্রয়াত জুবিন গর্গের ৫৩তম জন্মদিন পালিত হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়, নিবন্ধক ড. বিদ্যুৎ কান্তি পাল, শৈক্ষিক নিবন্ধক ড. অভিজিৎ নাথ, আর্টস ও হিউম্যানিস্টের অর্ডিনেটর আশরাফ হোসেন সহ বিভিন্ন বিভাগের অধ্যাপক অধ্যাপিকা ও ছাত্রছাত্রী‌রা। প্রদীপ প্রজ্জলনের পর প্রয়াত জুবিন গর্গের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় । উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায় বলেন, জুবিন গর্গ শুধু মাত্র একজন সঙ্গীতশিল্পী ছিলেন না, তিনি ছিলেন মানবতার পূজারী। সমাজের বিভিন্ন স্তরের মানুষেকে বিভিন্ন ভাবে সাহায্য করাই ছিল তাঁর জীবন চর্চার অভিন্ন অঙ্গ। জীবনের প্রতি তাঁর মূল্যবোধই তাঁকে সমাজের মানুষের চোখে শ্রদ্ধা ও ভালোবাসার আসনে বসিয়েছে।

তিনি পড়ুয়াদের উদ্দেশ্যে বলেন, এই মূল্যবোধ তাদের মধ্যেও জাগিয়ে তুলতে হবে। নিবন্ধক ড. বিদ্যুৎকান্তি পাল বলেন প্রয়াত জুবিন গর্গ যে সব অসহায় মানুষের পাশে আর্থিক সাহায্য নিয়ে দাঁড়িয়ে ছিলেন সেই সব মানুষরাই আজ তাঁর সমাধী ক্ষেত্রে তাঁর স্মরণে গান গেয়ে চলেছেন। আশরাফ হোসেন বলেন জাতি ধর্ম এবং বর্ণ নির্বিশেষে সকলের জন্য কাজ করে গেছেন। এরপর ছাত্রছাত্রী‌রা গান, কবিতা ও বক্তব্য পরিবেশনের মাধ্যমে জুবিন গর্গের প্রতি শ্রদ্ধা জানায়। সবশেষে সমবেত কণ্ঠে মায়াবিনী গানটি পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন ড. উত্তম পালুয়া ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *