মেটনাথল খাসিয়া পুঞ্জিতে অগ্নিকাণ্ড, খোঁজ নিলেন জেলা পরিষদ সদস্য সহ খাসি সংগঠনের সদস্যরা

বরাক তরঙ্গ, ১৬ জানুয়ারি : কচুদরম থানা এলাকার পূর্ব ধলাইর মোহনখাল-রামমানিকপুর জিপির মেটনাথল ফরেস্ট ভিলেজে অগ্নিকাণ্ড ঘটল। মেটনাথল খাসিয়া পুঞ্জিতে রবিবার ঘটে এক বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। অগ্নিকাণ্ডে সিয়েল বেরেট নামের এক ব্যক্তির বাঁশবেতের একটি রান্না ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। এদিকে সঙ্গে থাকা আরসিসি ঘরেরও ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। তবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি।

এদিকে অগ্নিকাণ্ডে খবর পেয়ে সোমবার ছুটে যান পূর্ব ধলাই জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস সহ বরাক ভ্যালি খাসি জয়ন্তীয়া ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও খাসি স্টুডেন্ট ইউনিয়নের সদস্যরা। তারা ক্ষতিগ্রস্থ পরিবারের খোঁজখবর নেন।অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ হওয়া পরিবাকে সরকারি সাহায্যের আর্জি জানান খাসি সংগঠনের সদস্যরা। প্রতিনিধি দলে ছিলেন খাসি জয়ন্তীয়া ওয়েলফেয়ার অর্গানাইজেশনের কনভেনার অমিয় সমুমে, সাধারণ সম্পাদক ওয়েলবর পাদাং, খাসি ছাত্র সংগঠনের মানর ছাল্পা, বিলিয়াম স্নান, বরাক ভ্যালি ইনডিজেনেস হেডম্যান কো-অর্ডিনেশন কমিটির কনভেনার মরনিং স্টার সুজা প্রমুখ।

মেটনাথল খাসিয়া পুঞ্জিতে অগ্নিকাণ্ড, খোঁজ নিলেন জেলা পরিষদ সদস্য সহ খাসি সংগঠনের সদস্যরা

এদিকে, গৃহকর্তা সিয়েল বেরেট ও তার স্ত্রী বিউটিফুল সুজা বলেন, অগ্নিকাণ্ডের সময় তারা ঘরে ছিলেন না। প্রায় দুপুর সাড়ে বারোটা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
প্রতিবেদক : দেবু দাশ, ধলাই।

Author

Spread the News