ঢাকায় ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব ইউনুস সরকারের
৩ ডিসেম্বর : আগরতলায় বাংলাদেশের উপদূতাবাসে হামলা চালানো হয়েছে। এই ঘটনায় এবার ঢাকায় ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করল মুহাম্মদ ইউনুসের সরকার। সূত্রের খবর, মঙ্গলবার বিকেলে ৪টে নাগাদ তিনি বাংলাদেশের ভারপ্রাপ্ত বিদেশ সচিব এম রিয়াজ হামিদুল্লাহর দপ্তরে হাজিরও হয়েছিলেন।
সম্প্রতি বাংলাদেশে সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেপ্তারি ও হিন্দু সংখ্যালঘুদের উপর অত্যাচারের কারণে উত্তপ্ত বাংলাদেশের পরস্থিতি। যার আঁচ এসে পড়েছে ভারতেও। এই আবহেই বাংলাদেশ ইস্যুতে সোমবার আগরতলায় বিক্ষোভ দেখান বহু মানুষ। সেই সময় আগরতলায় বাংলাদেশের উপদূতাবাসেও হামলা চালানো হয়। ইতিমধ্যেই এই ঘটনায় ৭ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি তিন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। আরও এক পুলিশ আধিকারিককে কর্তব্য থেকে অব্যহতি দেওয়া হয়েছে বলে খবর।
সোমবারই এই ঘটনার কড়া প্রতিক্রিয়া দেয় ঢাকা। তাদের তরফে অভিযোগ করা হয়, হামলার সময় কর্তব্য পালন করেননি নিরাপত্তারক্ষীরা। ফলে দূতাবাসের কর্মীরা আতঙ্কিত হয়ে পড়েন। এমনকি দিল্লির উদ্দেশ্যে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়। হামলার ঘটনার তীব্র নিন্দা করে দিল্লিও। বিবৃতি দিয়ে বিদেশ মন্ত্রক জানায়, কোনও দেশের দূতাবাস বা উপদূতাবাসকে নিশানা করা কাম্য নয়, তা যে পরিস্থিতি হোক না কেন। এবার ভারতের উপর চাপ বাড়িয়েই মঙ্গলবার বাংলাদেশে ভারতের হাই কমিশনারকে তলব করা হল।