প্রেমের টানে পাকিস্তান থেকে কলকাতায় যুবতী
৭ ডিসেম্বর : কিছুদিন আগে পাকিস্তান থেকে ভারতে প্রবেশ করে সীমা হায়দার। যা নিয়ে রীতিমতো সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে। পাঁচ বছর পর ভালোবাসার টানে কলকাতায় এলেন পাকিস্তানের মেয়ে জাভেরিয়া খান। ২০২০ সালে জাভেরিয়া আর সমীর খানের আলাপ হয় থাইল্যান্ডে। তার আগে সমীর তাঁর মায়ের ফোনে জাভেরিয়ার ছবি দেখেন এবং সেই ছবি দেখেই প্রেমে পড়ে যান। বিভিন্ন বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে ভিসা পেয়ে পাকিস্তান থেকে ভারতে এসে পৌঁছলেন জাভেরিয়া খান।
কলকাতার পার্ক সার্কাসের ছেলে সমীর। পেশায় ব্যবসায়ী। পাঁচ বছর ভিডিও কলে তারা প্রেম করেছেন। সমীরের মা নুসরত খান আজকাল ডট ইনকে জানিয়েছেন “তিনি বাড়িতে বউ না মেয়ে পেয়েছেন”। আগামী বছরের ৬ জানুয়ারি চার হাত এক হতে চলেছে। সমীরের মা নুসরত খান নিজের হাতে জাভেরিয়ার বিয়ে এবং গায়ে হলুদের শাড়ি ডিজাইন করেছেন।
মঙ্গলবার পঞ্জাবের আটারি বর্ডার হয়ে কলকাতায় আসেন জাভেরিয়া । খুশির আমেজ সমীরের পরিবারে। বিষয়টি রীতিমতো উদযাপন করছে পুরো পরিবার। সমীরের পরিবার ধন্যবাদ জানাচ্ছে ভারত এবং পাকিস্তান সরকারকেও। দুই দেশের এই অবদানকে তাঁরা কোনদিনও ভুলতে পারবেন না বলেই আজকাল ডট ইনকে জানালেন সমীরের মা। খবর : আজকাল ডট ইন।