ADRE : আলগাপুর থেকে শিলচর ১০ টাকার স্থলে ৩০ টাকা রেল ভাড়া
বরাক তরঙ্গ, ২৭ অক্টোবর : ADR পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া যেন না নেওয়া হয় সেজন্য জেলা প্রশাসন বাস বা মাঝারি বাহনের ভাড়া নির্ধারণ করে দেয়। কিন্তু রেলের ক্ষেত্রে এক অদ্ভুত ঘটনা ঘটল। সরকারি পরিষেবা হওয়া সত্তেও অতিরিক্ত দুই গুণ বেশী ভাড়া নেওয়া হল। এমন অভিযোগ পাওয়া গেল। রবিবার এডিআর পরীক্ষার চলছে। পরীক্ষার্থীদের সুবিধার্থে রাজ্য সরকার বেশ কিছু পদক্ষেপ নেয়। এ অভিযোগে সব পদক্ষেপে জল ঢেলে দেওয়া হল এমটাই মনে করছে সচেতন মহল।
https://www.facebook.com/share/v/1YZrRgskQXabRP3S/
এ দিন সকালে একটি ডিজিটাল প্লাটফর্মে আলগাপুর রেলস্টেশনের কাউন্টারে অতিরিক্ত ভাড়া নেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়। আলগাপুর থেকে শিলচর যাত্রীবাহীর ট্রেনের ভাড়া আজ ৩০ টাকা হয়ে গেল। অথচ প্রতিদিন ১০ টাকায় যাতায়াত করেন যাত্রীরা। হঠাৎ করে দুই গুণ ভাড়া বেড়ে যায়। এ নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এরপর ট্রেন আগলাপুর স্টেশনে যথাসময়ে পৌঁছায়নি। তবে কেন দুই গুণ ভাড়া বৃদ্ধি করা হল সেবিষয়ে কিছু জানা যায়নি। হয়তো পরীক্ষার জন্য স্পেশ্যাল ট্রেন হওয়ায় এই অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছে।