বরাক তরঙ্গ, ৮ ডিসেম্বর : গোয়ায় নাইটক্লাবে অগ্নিকাণ্ডে মৃত্যু ঘটা কাছাড়ের দুই যুবকের পরিবারকে সাহায্যের আর্জি জানিয়েছে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার কাছে ই-মেলে এক দাবিপত্র প্রদান করল ইয়ুথস এগেইনস্ট সোশ্যাল ইভিলস (ইয়াসি)। ইয়াসির কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জীব রায় ও বড়খলা বিধানসভা কমিটির সভাপতি ইমরান খান সোমবার দাবিপত্র প্রদান করে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা এবং কাছাড়ের জেলা কমিশনার মৃদুল যাদবের কাছে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার অনুরোধ জানিয়েছেন। তাঁরা বলেন, শিলকুরি গ্রান্ট (ধরমখাল) মণিরাম মালের ছেলে মনোজিত মাল (২৪) এবং কাঁঠাল গ্রান্টের বাবুল তাঁতীর ছেলে রাহুল তাঁতী (৪০) গোয়ার একটি নাইটক্লাবে হঠাৎ ভয়াবহ এক অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারান। তাঁরা দু’জনই নাইটক্লাবের কর্মচারী ছিলেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় উভয় পরিবারে এমন এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে, যা কোনওভাবেই পূরণ করা সম্ভব নয়। কারণ তাঁরা দু’জনই ছিলেন তাঁদের পরিবারের একমাত্র উপার্জনকারী।
শোকাহত পরিবারগুলোর বেঁচে থাকার জন্য উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়েছেন। এছাড়াও ইয়াসি অসম সরকারকে দাবি জানায়, যোগ্যতা ও অন্যান্য প্রয়োজনীয় শর্ত অনুযায়ী, এই দুই পরিবার থেকে একজন সদস্যকে , যত দ্রুত সম্ভব একটি সরকারি চাকরি প্রদান করা হোক। ইয়াসি বিশ্বাস করে, এই সংকটময় সময়ে স্থানীয় জনপ্রতিনিধিদের শোকাহত পরিবারগুলোর পাশে দাঁড়ানো উচিত। ‘ইয়াসি’ এই দাবি গুলো আদায়ে সক্রিয় ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন সঞ্জিব রায়।


