বরাক তরঙ্গ, ১৭ ডিসেম্বর : ইয়ুথস এগেইনস্ট সোসিয়াল ইভিলস (ইয়াসি)-এর কেন্দ্রীয় কমিটি, ইয়াসি বড়খলা বিধানসভা কমিটি এবং ইয়াসি কাটিগড়া বিধানসভা কমিটির যৌথ উদ্যোগে তাপাং উন্নয়ন ব্লকের অন্তর্গত চেংকুড়ি চা-বাগানে একটি নতুন হাসপাতাল নির্মাণের দীর্ঘদিনের দাবিকে বাস্তবায়িত করার লক্ষ্যে শীঘ্রই এক শক্তিশালী আন্দোলন শুরু হতে চলেছে। উল্লেখ্য, উক্ত স্থানে অবস্থিত একটি অত্যন্ত পুরোনো হাসপাতাল ভবন দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে।
বর্তমান বড়খলা বিধানসভা কেন্দ্রসহ বৃহত্তর তাপাং এলাকার জনগণের বৃহত্তর স্বার্থে একটি নতুন হাসপাতাল নির্মাণ অত্যন্ত জরুরি বলে মত প্রকাশ করেছে ইয়াসি। এই দাবিতে ইয়াসি বারবার অসম সরকার, তৎকালীন ডেপুটি কমিশনার এবং বর্তমান জেলা কমিশনারের কাছে চেংকুড়ি চা-বাগানে নতুন হাসপাতাল ভবন নির্মাণের আবেদন জানালেও আজ পর্যন্ত কোনও সদর্থক ফল পাওয়া যায়নি। নতুন হাসপাতালটি নির্মিত হলে তাপাং ব্লকের প্রায় ৫০ হাজার মানুষ, যাদের অধিকাংশই সমাজের বঞ্চিত শ্রেণিভুক্ত, উন্নত স্বাস্থ্য পরিষেবার সুযোগ লাভ করবেন। ফলে একটি নতুন হাসপাতালের প্রয়োজনীয়তা বর্তমানে অত্যন্ত জরুরি হয়ে উঠেছে।
এছাড়াও ইয়াসি অসম সরকারের কাছে চন্দ্রনাথপুর চা-বাগানে নবনির্মিত ১০ শয্যাবিশিষ্ট হাসপাতালটি দ্রুত উদ্বোধন করে চালু করার জোরালো দাবি জানিয়েছে। উল্লেখযোগ্য যে, হাসপাতালটির নির্মাণকাজ ২০১৫–১৬ অর্থবর্ষেই সম্পূর্ণ হলেও আজ পর্যন্ত তার উদ্বোধন হয়নি। এই বিষয়ে সর্বশেষ স্মারকলিপি ইয়াসি কর্তৃক গত বছর ১২ ডিসেম্বর মুখ্যমন্ত্রীর কাছে জমা দেওয়া হয়। পাশাপাশি কাছাড় জেলার যৌথ স্বাস্থ্য পরিষেবা অধিকর্তার সঙ্গেও এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
প্রসঙ্গত, হাসপাতালটি পূর্বে বড়খলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত থাকলেও সাম্প্রতিক সীমানা পুনর্নির্ধারণের ফলে বর্তমানে তা কাটিগড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত হয়েছে। এর ফলে উভয় বিধানসভা কেন্দ্রের লক্ষ লক্ষ সাধারণ মানুষ উপকৃত হবেন। পাশাপাশি চন্দ্রনাথপুর, হিলারা, বিহারা ও বদরপুর রেলওয়ে স্টেশনের নিকটবর্তী হওয়ায় যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রেও অতিরিক্ত সুবিধা মিলবে। বিশেষ করে হাসপাতালটি চালু হলে আশপাশের দরিদ্র চা-বাগান শ্রমিকরা সহজ যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে ব্যাপকভাবে উপকৃত হবেন।
ইয়াসি মুখ্যমন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রী, কাছাড় জেলার জেলা কমিশনার এবং যৌথ স্বাস্থ্য পরিষেবা অধিকর্তার কাছে এই দু’টি দাবিকে সর্বোচ্চ অগ্রাধিকারের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বিশেষভাবে আবেদন জানিয়েছে। সংগঠনের মতে, এতে বৃহত্তর তাপাং ব্লকের দরিদ্র জনগণসহ কাটিগড়া ও বড়খলা বিধানসভা কেন্দ্রের মানুষ সরাসরি উপকৃত হবেন। ইয়াসি কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জীব রায় এই দাবিগুলির সমর্থনে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।


