কুড়ি লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার সোনাইয়ে, গ্রেফতার ৩

বরাক তরঙ্গ, ১০ সেপ্টেম্বর : সোনাই পুলিশের বৃহৎ সাফল্য। বিপুল পরিমানের ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে সোনাই পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে সোনাই পুলিশ বাজেয়াপ্ত করেছে আনুমানিক কুড়ি লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট। মিজোরাম থেকে আসা সোনাই এলাকায় বিক্রি করতে এসে পুলিশের জালে ৩ মিজো পাচারকারী সহ ধলাইর খুলিছড়ার এক পাচারকারী। তারা মিজোরাম থেকে কাবুগঞ্জ হয়ে সোনাই পৌঁছে এবং সোনাইয়ে পাচার করা সম্ভব হয়নি। ফলে সোনাই থেকে শিলচর অভিমুখে যাওয়ার পথে সোনাই-শিলচর সড়কের মাঝিরগ্রাম এলাকায় পূর্ত সড়কের উপরে পুলিশের জালে পড়ে ৪ পাচারকারী।

কুড়ি লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার সোনাইয়ে, গ্রেফতার ৩

এদিন সন্ধ্যায় সোনাই থানার অসি এম মানষ সন্ধিকৈর নেতৃত্বে পুলিশের এক দল একটি  মিজোরামের এমজেড ০১ ই ২৭৭২ নম্বরের বলেরো বাহনে তল্লাশি চালায়। এই তল্লাশিতে বিপুল পরিমানের ইয়াবা ট্যাবলেট সহ ৪ পাচারকারী যথাক্রমে মিজোরাম রাজ্যের কলাশিব জেলার কনপুই গ্রামের বাসিন্দা বছর ২২ এর যুবক লালহানজুয়ালা, কনপুই গ্রামের আরেক বাসিন্দা বছর ১৮ এর যুবক আইজ্যাক জনুন সাঙা। আইজল জেলার রামথার ভেঙ গ্রামের বছর ৩৮ এর যুবক ভিএল সাঙা সহ আসামের কাছাড় জেলার ধলাই কেন্দ্রের খুলিছড়ার বাসিন্দা বছর ২৭ এর আলি আনসারকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। সোনাই পুলিশ পাচারকারীদের আটকে রেখে টানা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বলে জানা গিয়েছে।
প্রতিবেদক : নিপ্পু লস্কর, সোনাই।

Author

Spread the News