‘আজান’ বেসরকারি সংস্থার উদ্যোগে গুয়াহাটি প্রেস ক্লাবে বিশ্ব ভেটেরিনারি দিবস উদযাপন
বরাক তরঙ্গ, ২৯ এপ্রিল : প্রতি বছর ন্যায় এবছরও পালতি হল বিশ্ব পশু চিকিৎসা দিবস। বিশ্ব পশু চিকিৎসা দিবস উপলক্ষে আজান নামক বেসরকারি সংস্থার উদ্যোগে শনিবার গুয়াহাটি প্রেস ক্লাবে “বিশ্ব ভেটেরিনারি দিবস-২০২৪” উদযাপন করা হয়। প্রতি বছর এপ্রিল মাসের শেষ শনিবার বিশ্বব্যাপী বিশ্ব ভেটেরিনারি দিবস পালন করা হয়। এরই অঙ্গ হিসেবে ভেটেরিনারি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া সমাজে ‘এক বিশ্ব এক স্বাস্থ্য’ এর বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য যথাযথভাবে “বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৪” উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে।
সেই উদ্যোগের অংশ হিসেবে আজান এনজিওর অবৈতনিক পরিচালক ও আসামের অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যান্ড ভেটেরিনারি বিভাগের সহকারী পরিচালক ড. বিজুজ জাহান সালেহা বেগমের উদ্যোগে এবিষয়ে এক সেমিনারের আয়োজন করা হয়। উল্লেখ্য, ড. বিজুজ জাহান সালেহা বেগমের বাবা জহুরুদ্দিন আহমেদ ও মা ওহেদা বেগমের স্মরণে গড়ে ওঠে সংগঠন আজান।
বেশ কয়েক বছর ধরে আসামের বিভিন্ন গ্রামে ‘নারী স্বাস্থ্য ও নারীর ক্ষমতায়ন’ এবং ‘শিশু স্বাস্থ্য’ বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে আসছেন সংস্থা। ইনস্টিটিউটের সহায়তায় প্রতিদিন ১০ হাজার ডিম দিয়ে ‘ডিম ভিলেজ’ গঠনের কাজও করছেন তারা। প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ এবং দ্য হার্ট কেয়ার সোসাইটি অফ আসামের সভাপতি ডাঃ এন কে ভট্টাচার্য পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে “এক বিশ্ব, এক স্বাস্থ্য” শীর্ষক আলোচনা করেন।তিনি জুনোটিক রোগ ব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় পশু চিকিৎসকদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানের আয়োজক এবং আসাম পশুপালন ও ভেটেরিনারি বিভাগের সহকারী পরিচালক ড. বিজুজ জাহান সালেহা বেগম “বিশ্ব ভেটেরিনারি দিবস-২০২৪” এর প্রতিপাদ্য “পশু চিকিৎসকরা অত্যাবশ্যকীয় স্বাস্থ্যকর্মী” শীর্ষক আলোচনা করেন এবং বিভিন্ন অনুষ্ঠানে একজন পশু চিকিৎসক ও কর্মকর্তার বিভিন্ন কাজ সম্পর্কে জনসাধারণকে অবহিত করেন।
অনুষ্ঠানের আয়োজক এবং আসাম পশুপালন ও ভেটেরিনারি বিভাগের সহকারী পরিচালক ড. বিজুজ জাহান সালেহা বেগম “বিশ্ব ভেটেরিনারি দিবস-২০২৪” এর প্রতিপাদ্য “পশু চিকিৎসকরা অত্যাবশ্যকীয় স্বাস্থ্যকর্মী” শীর্ষক আলোচনা করেন এবং বিভিন্ন অনুষ্ঠানে একজন পশু চিকিৎসক ও কর্মকর্তার বিভিন্ন কাজ সম্পর্কে জনসাধারণকে অবহিত করেন।ডঃ বর্ণালী শইকিয়া নর্থ ইস্টার্ন রিজিওনাল ডায়াগনস্টিক ল্যাবরেটরির (এনইআরডিডিএল) ভূমিকা নিয়ে আলোচনা করেন।বিষয়টি নিয়ে আলোচনার প্রসঙ্গে মুম্বাইয়ের অভিনেতা-পরিচালক ও শুভাকাঙ্ক্ষী ‘আজান’-এর পরিচালক সৈয়দ আফজাল আলি বলেন, চাকরির সন্ধান না করে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রাণী দ্বারা একটি পরিবার সুচারুভাবে পরিচালিত হতে পারে এবং এর জন্য মানসিক পরিকল্পনা এবং স্থির মনোভাব প্রয়োজন। ” ড. দীপনভিতা বৈশ্য অনুষ্ঠানে প্রজনন প্রযুক্তি বিশেষভাবে উপস্থাপন করেন এবং ভেটেরিনারি খাতের সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা করেন।
এদিনের অনুষ্ঠানে অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন লুধিয়ানার পঞ্জাবের বিশিষ্ট ভেটেরিনারি অফিসার ডাঃ করণ সন্ধি, হার্ট কেয়ার সোসাইটি অফ অসমের সদস্য মুকুল বর্মন। দেবাশিস ব্যানার্জি, প্রাঞ্জলকুমার শর্মা, পরিতোষ দে প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত অতিথি নীলক্ষী গোস্বামী বরুয়া, ডাঃ নবনীতা দাস, ঔপন্যাসিক আফজাল আলি, অর্চনা ভট্টাচার্য, দীক্ষা শর্মা সহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বকে সংবর্ধনাও দেওয়া হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সকল তরুণ সাংবাদিক, গণমাধ্যমকর্মী সহ উপস্থিত সকলের সাহায্য, সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
আজান সংস্থা পক্ষ থেকে এক প্রেস বার্তায় এখবর জানিয়েছেন।