বরাক তরঙ্গ, ১৩ নভেম্বর : গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ গুণমান নিশ্চয়তা কোষ বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে “২১শ শতাব্দীর শিক্ষার প্রেক্ষাপটে শিক্ষক শিক্ষার সাম্প্রতিক প্রবণতা” শীর্ষক একটি কর্মশালার আয়োজন করে। বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও শিক্ষকমণ্ডলীর সদস্যরা এই কর্মশালায় অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার কর্মশালার সূচনা হয় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর পরিবেশিত সরস্বতী বন্দনা দিয়ে এর পরেই মূল বক্তা বিশিষ্ট শিক্ষাবিদ ও চেয়ারপার্সন, ইআরসি, এনসিটিই (ভারত সরকার)- ড. দিব্যজ্যোতি মহান্তকে সংবর্ধনা জানানো হয় এবং প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। আইকিউএসি পরিচালক ড. অসিম দাস অষ্টপতি স্বাগত ভাষণে কর্মশালার মূল ভাবনা ও উদ্দেশ্য তুলে ধরেন। এরপর শিলচর টিটি কলেজ এর অধ্যক্ষ ড. অপর্ণা ভট্টাচার্য, উপস্থিত সবাইকে সম্বোধন করে কর্মশালার প্রেক্ষাপট ও তাৎপর্য ব্যাখ্যা করেন।
প্রথম অধিবেশন এ মূল বক্তা প্রফেসর ড. দিব্যজ্যোতি মহান্ত শিক্ষক শিক্ষার ক্ষেত্রে সাম্প্রতিক পরিবর্তন ও উদীয়মান ভাবধারার উপর একটি প্রারম্ভিক বক্তৃতা প্রদান করেন। এরপর গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর নিরঞ্জন রায় বক্তব্য রাখেন। তিনি এই কর্মশালার বিষয়ের সার্বিক প্রাসঙ্গিকতা তুলে ধরে বলেন, বর্তমান সময়ে শিক্ষক শিক্ষার মানোন্নয়ন ও অগ্রগতির জন্য প্রতিষ্ঠানগুলির মধ্যে সহযোগিতা অত্যন্ত জরুরি।
সংক্ষিপ্ত চা বিরতির পর শুরু হয় দ্বিতীয় অধিবেশন, যা পরিচালনা করেন ড. অপর্ণা ভট্টাচার্য। এই অধিবেশনে প্রফেসর মহান্ত শিক্ষক শিক্ষার বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা করেন। বিশেষ করে তিনি সমন্বিত শিক্ষক শিক্ষা কর্মসূচি, অসম ও উত্তর-পূর্ব ভারতের শিক্ষার পরিপ্রেক্ষিত, এবং জাতীয় শিক্ষা নীতি ২০২০-এর গুরুত্বপূর্ণ দিকগুলি বিশ্লেষণ করেন। ড. ভট্টাচার্যও তাঁর মূল্যবান মতামত প্রদান করেন।
অনুষ্ঠানের শেষে গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. দেবাশিস শর্মা ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ড. দীপা নাথ। কর্মশালার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে “বন্দে মাতরম্” পরিবেশনের মাধ্যমে।



