“রাষ্ট্ৰীয় শিক্ষা নীতি ২০২০র সাথে ভারতীয় জ্ঞান প্ৰণালীর সংহতীকরণ: ভবিষ্যত পথ” শীর্ষক কর্মশালা জনতা কলেজে

বরাক তরঙ্গ, ১৯ নভেম্বর : কাবুগঞ্জ জনতা কলেজে এনইপি সেল ও ভারতীয় শিক্ষণ মন্ডল কাছাড় জেলা সমিতির যৌথ তত্ত্বাবধানে একটি কর্মশালা আয়োজন করা হয়। কর্মশালার বিষয় ছিল “রাষ্ট্ৰীয় শিক্ষা নীতি ২০২০র সঙ্গে ভারতীয় জ্ঞান প্ৰণালীর সংহতীকরণ: ভবিষ্যত পথ”। বুধবার জনতা কলেজের অধ্যক্ষ ড. দেবাশিস পালের পৌরহিত্যে অনুষ্ঠিত এই কর্মশালায় মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়, আসাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপিকা সুপর্ণা রায়, আসাম বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের অধ্যাপক তথা ছাত্র কল্যাণ অনুষদের ডিন অধ্যাপক অনুপ কুমার দে, শিলচরের দীননাথ নবকিশোর উচ্চতর বালিকা বিদ্যালয়ের অধ্যক্ষ ডঃ অভিজিৎ সাহা।

কর্মশালার মূল আলোচনার বিষয় ছিল ভারতীয় গৌরবময় পরম্পরাকে উজ্জীবিত করে ভারতের লুপ্ত ইতিহাসকে সঠিকভাবে শিক্ষা পদ্ধতির মাধ্যমে পরিবেশন করা। রাষ্ট্রীয় শিক্ষানীতি ২০২০ কিভাবে প্রচলিত শিক্ষা পদ্ধতির  ঘাটতিগুলোকে দূর করে সমাজকে সক্ষম করে তোলার লক্ষ্যে দক্ষতা, মূল্যবোধ, ভারতীয় সংস্কৃতির মূল্যায়ন ও ছাত্রদের শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক বিকাশ ঘটিয়ে মানব নির্মাণ ও চরিত্র নির্মাণ এর লক্ষ্যে একটি সুগঠিত পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সেটাই বক্তাদের বক্তব্যে বারবার ফুটে উঠেছে।

আলোচনা চক্রে স্বাগত ভাষণ রাখেন কলেজের এনইপি সেলের আহ্বায়ক ড. মুন্নি দেব মজুমদার। আলোচনাচক্রের পরিবেশক হিসাবে কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক অনুভব দত্ত নিজের দক্ষতার পরিচয় দেয়। ধন্যবাদ জ্ঞাপন করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ড. কিংশুক চক্রবর্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *