দু’দিনের সফরে বরাকে মুখ্যমন্ত্রী, হাইলাকান্দিতে উদ্যমিতার চেক বিতরণ___
বরাক তরঙ্গ, ৬ ডিসেম্বর : শনিবার দু’দিনের ঠাসা কর্মসূচি বরাক সফরে এলেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। এ দিন প্রথমে হাইলাকান্দিতে পৌঁছেন মুখ্যমন্ত্রী। হাইলাকান্দির রবীন্দ্র মেলার মাঠে মহিলা উদ্যমিতার চেক বিতরণ করেন। প্রায় ২৫ হাজার নারী–পুরুষের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী মহিলাদের হাতে চেক তুলে দেন।
হাইলাকান্দি জেলার মোট ১৭,৭৭৪ জন মহিলাকে আজ এই চেক প্রদান করা হয়েছে। চেক বিতরণ করে মুখ্যমন্ত্রী জানান, প্রথম দফায় ১০ হাজার টাকা, এক বছরের পরে ২৫ হাজার টাকা এবং তিন বছর পর ৫০ হাজার টাকা করে প্রদান করা হবে। তবে এই প্রকল্পের সুবিধা পেতে মহিলাদের তিনটির বেশি সন্তান থাকা চলবে না বলে মন্তব্য করেন তিনি।
এদিন তিনি আরও ঘোষণা করেন যে, হাইলাকান্দি অসামরিক হাসপাতালে খুব শীঘ্রই MRI মেশিন চালু হবে। পাশাপাশি হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার জন্য ২ কোটি টাকা বরাদ্দের কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

পরবর্তীতে সংবাদমাধ্যমের সামনে মুখ্যমন্ত্রী জানান, হাইলাকান্দি মেডিক্যাল কলেজ স্থাপনের জন্য জেলা প্রশাসনকে দ্রুত জমি বরাদ্দের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, অসমের গামছা এবং চা পাতার ঐতিহ্যকে বিশ্বমঞ্চে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। শেষে দাবি করেন, আসন্ন নির্বাচনে অসমে পুনরায় বিজেপি সরকারই ফিরবে।
এ দিন মঞ্চে ছিলেন দুই মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল, প্রাক্তন মন্ত্রী গৌতম রায়, বিধায়কদের মধ্যে বিজয় মালাকার, নিজাম উদ্দিন চৌধুরী, জাকির হোসেন লস্কর, বিজেপির কর্মকর্তাবৃন্দ।


